জলঢাকা নদী থেকে উদ্ধার অতিকায় মাছ, ভিডিও ভাইরাল

  • জলঢাকা নদী থেকে উদ্ধার অতিকায় মাছ
  • বাঘারি মাছটির ওজন ৪৭ কেজি
  • মৎস্যজীবীরা সকালে মাছ ধরতে গেলে ধরা পড়ে এই মাছটি

Share this Video

জলঢাকা নদী থেকে উদ্ধার হল ৪৭ কেজির বাঘারি মাছ। মৎস্যজীবী ভোরে জলঢাকা নদীতে মাছ ধরতে নেমেছিল। কিছুক্ষণের মধ্যেই বড় মাপের মাছ ধরা পড়ে। পরে ৬০০ টাকা কিলো দরে জলঢাকা বাজারে বিক্রি হয় মাছটি। অতিকায় এই মাছ কিনতেই ভিড় জমে যায় বাজারে।অতিকায় এই মাছের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

Related Video