গোপন অভিযানে মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ, গ্রেফতার বাড়ির মালিক ও ২ যুবক


বাড়িতে অপরিচিত যুবক-যুবতীর নিত্য আনাগোনা,পুলিশ হানা দিতেই পর্দাফাঁস।পুলিশ গোপন সূত্রে খবর পায়, মালদহের চাঁচল সদরের একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে।সোমবার চাঁচল থানার পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে।

Share this Video

বাড়িতে অপরিচিত যুবক-যুবতীর নিত্য আনাগোনা,পুলিশ হানা দিতেই পর্দাফাঁস।পুলিশ গোপন সূত্রে খবর পায়, মালদহের চাঁচল সদরের একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে।সোমবার চাঁচল থানার পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে। দুই অপরিচিত যুবক ও বাড়ির বধূ(মালিককে)গ্রেফতার করা হয়েছে।উদ্ধার হয়েছে দুই যুবতিও।মঙ্গলবার দুই যুবক ও বাড়ির বধূকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের পরিচয় গোপন রেখেছে পুলিশ।টাকার বিনিময়ে বাড়ির মালিক এমন চক্র চালাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
অভিযোগ,চাঁচল সদরের ওই বাড়িতে অনেকের যাতায়াত ছিল। মাঝেমধ্যেই অনেক পুরুষ-মহিলা যেতেন। দেখে সন্দেহ হত স্থানীয় বাসিন্দাদের। তাঁরা বিষয়টিকে চাঁচল থানায় জানিয়েছিলেন। পুলিশ গিয়ে হানা দিতেই পর্দাফাঁস। বাড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে ও গ্রেফতার করা হয় বাড়ির বধূ( মালিককে) ও উদ্ধার করা হয়েছে দুই যুবতিকেও। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই চাঁচল সদরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলত।নিত্য অপরিচিত মুখ ওই বাড়িতে ঢোকায় সন্দেহ হত স্থানীয় বাসিন্দাদের।তাঁরা প্রথমে বিষয়টি বুঝে নেন। কিন্তু হাতেনাতে পাকড়াও করতে পারছিলেন না। বাড়ির মালিককে এ বিষয়ে তাঁরা প্রশ্ন করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বাড়ির মালিক বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।

Related Video