'মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন, যদি জানা যায়, তাঁর কোনও যোগ রয়েছে সেক্ষেত্রে তাঁর বাড়িতেও CBI যাবে'

'খেলতে BJP-র আপত্তি নেই' তৃণমূলের 'খেলা হবে' কর্মসূচিকে কটাক্ষ সুকান্তর। আজ রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করার পর মন্তব্য বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার বলেন, 'আমিও আইনের ঊর্ধ্বে নই। IPS-রাও নয়। স্বয়ং মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন। যদি জানা যায়, তাঁর কোনও যোগ রয়েছে সেক্ষেত্রে তাঁর বাড়িতেও CBI যাবে।' তিনি আরও বলেন 'খেলা তো সব সময় সমানে সমানে হয়। সেই জায়গাটা তৈরি করে দিন। BJP ভালো খেলবে। দারুন ব্যাটিং করবে।'

Share this Video

'খেলতে BJP-র আপত্তি নেই' তৃণমূলের 'খেলা হবে' কর্মসূচিকে কটাক্ষ সুকান্তর। আজ রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করার পর মন্তব্য বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার বলেন, 'আমিও আইনের ঊর্ধ্বে নই। IPS-রাও নয়। স্বয়ং মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন। যদি জানা যায়, তাঁর কোনও যোগ রয়েছে সেক্ষেত্রে তাঁর বাড়িতেও CBI যাবে।' তিনি আরও বলেন 'খেলা তো সব সময় সমানে সমানে হয়। সেই জায়গাটা তৈরি করে দিন। BJP ভালো খেলবে। দারুন ব্যাটিং করবে।'

Related Video