'ওরা একটা মারলে BJP-র ১০টা বোমা মারার ক্ষমতা আছে', হুঁশিয়ারি অসীম সরকারের

'ওরা একটা মারলে BJP-র ১০টা বোমা মারার ক্ষমতা আছে', হুঁশিয়ারি অসীম সরকারের। বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাগদার দলীয় সভা থেকে তিনি এই মন্তব্য করেন। অসীম সরকার নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক। পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। তিনি বলেন, '২০১৮ সালে অসীম সরকার কোথায় ছিলেন? ওরে তো কেউ চিনতাম না জানতাম না, কোথায় ছিলেন? উনি খুব বাজে বাজে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় উলটো পালটা কথা বলেন। এখনও পর্যন্ত মহিলারা কেন তাঁকে ঝাঁটা পেটা করেননি বুঝি না।'

Share this Video

'ওরা একটা মারলে BJP-র ১০টা বোমা মারার ক্ষমতা আছে', হুঁশিয়ারি অসীম সরকারের। বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাগদার দলীয় সভা থেকে তিনি এই মন্তব্য করেন। অসীম সরকার নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক। পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। তিনি বলেন, '২০১৮ সালে অসীম সরকার কোথায় ছিলেন? ওরে তো কেউ চিনতাম না জানতাম না, কোথায় ছিলেন? উনি খুব বাজে বাজে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় উলটো পালটা কথা বলেন। এখনও পর্যন্ত মহিলারা কেন তাঁকে ঝাঁটা পেটা করেননি বুঝি না।'

Related Video