Lakshmi Puja 2022 : 'কন্যাই সম্পদ' এই বার্তা দিতে বাড়ির মেয়েকে লক্ষ্মী সাজিয়ে আরাধনা

'কন্যাই সম্পদ' এই বার্তা দিতে নদিয়ার মাজদিয়া নাঘাটা গ্রামে মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করলেন এক  শিক্ষক  দম্পতি,  ৪ বছরের শিশু কন্যাকে লক্ষ্মী সাজিয়ে ব্রাহ্মণ ডেকে পূজা করলেন তারা,  জীবন্ত লক্ষ্মীকে দেখতে ভিড় করেন বহু মানুষ 
 

Share this Video

সমাজকে বার্তা দিতে মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করলেন এক শিক্ষক দম্পতি | কন্যাই সম্পদ' এই বার্তা দিতেই ৪ বছরের মেয়েকে ব্রাহ্মণ ডেকে পূজা করলেন তারা | ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়া নাঘাটা গ্রামের | জীবন্ত লক্ষ্মীকে দেখতে ভিড় করেন বহু মানুষ | ওই দম্পতি জানান বাড়ির লক্ষ্মীকে লক্ষ্মীরূপে পূজা করতে পেরে তারা ধন্য | 

Related Video