উপনির্বাচনে জয়ী হয়ে মীণাক্ষি দাস দত্ত মিষ্টিমুখ করালেন এলাকাবাসীদের

পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী পার্থী অনুপম দত্তের মৃত্যুর পর আবার উপনির্বাচন হয় | এই উপনির্বাচনে  তৃণমূল কংগ্রেস পার্থী ছিলেন অনুপম দত্তের  স্ত্রী মীণাক্ষি দাস দত্ত 

/ Updated: Jun 29 2022, 06:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ী পার্থী অনুপম দত্তের মৃত্যুর পর আবার উপনির্বাচন হয় | এই উপনির্বাচনে  তৃণমূল কংগ্রেস পার্থী ছিলেন অনুপম দত্তের  স্ত্রী মীণাক্ষি দাস দত্ত | আজ সেই উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়   | মীণাক্ষি দাস দত্ত ২২৭৪ ভোটে জয়ী হয়  | জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মীণাক্ষি দাস দত্ত তাঁর নিহত স্বামী অনুপম দত্তের ছবিতে শ্রদ্ধা জানায় | এরপর জয়ী পার্থী মীণাক্ষি দাস দত্ত  এলাকার সমস্ত মানুষকে মিষ্টিমুখ করালেন