বিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ, বিজ্ঞপ্তি জারি হোয়াটসঅ্যাপ
মোবাইল ফোন প্রতিটা মানুষের কাছে খাদ্য ও পানীয়র, আর সেই মোবাইল ই নিষিদ্ধ হল বাঁকুড়ার একটা বিদ্যালয়ে |
অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে স্কুলে আসা চলবে না ছাত্র ছাত্রীদের | বিজ্ঞপ্তি জারি করলো বাঁকুড়ার সোনামুখী বি জে হাই স্কুল | প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে বলেন ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি একাগ্রতা ও দায়বদ্ধতা যথেষ্ট অভাব লক্ষ্য করা গেছে | আর এসবের কারণ হাতে হাতে এন্ড্রয়েড মোবাইল | তিনি জানান তার মনে হয়েছে মোবাইল ফোন স্কুলে নিয়ে আসা নিষিদ্ধ করলে ছাত্রছাত্রীরা পড়াশুনার প্রতি মনোনিবেশ করতে | অন্যদিকে টিফিনের সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে না |তখন তারা আগের মতই খেলার মাঠে একটু খেলাধুল বা দৌড়ঝাঁপ করবে | এর ফলে শরীর গঠন ভালো হবে তেমনি মনও বেশ উৎফুল্ল হবে যা পড়াশোনার ক্ষেত্রে খুবই দরকার | এই সব ভেবে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে মোবাইল ফোন নিয়ে স্কুলে আসা নিষিদ্ধ করেছেন | অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন মানুষ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন