'মমতার ঘরেই সব কাট মানি আছে', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ মুকুলের, দেখুন ভিডিও
- কাটমানি ইস্যুতে সরাসরি মমতাকেই নিশানা
- কেশপুরের সভা থেকে আক্রমণ মুকুল রায়ের
- মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি শেষ করতে চাইছেন। কিন্তু সব কাটমানি তো তাঁর ঘরেই রয়েছে। তাই দুর্নীতি শেষ করতে গেলে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পদত্যাগ করতে হবে। শনিবার কেশপুরের সভা থেকে এভাবেই কাটমানি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর অভিযোগ, দুর্নীতি উপর থেকে নিচুতলার নেতানেত্রীদের মধ্যে ছড়ায়। তাই তৃণমূলনেত্রী কাটমানি নিয়ে নিচুতলার নেতাদের উপরে দায় চাপাতে চাইলেও তা বিশ্বাসযোগ্য নয় বলেই মুকুলের দাবি।
পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করে বিজেপি৷ সেখানেই এ কথা বলেন মুকুলবাবু। তিনি আরও বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি সেই দলে ছিলেন। তাই এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন। যতদিন না তৃণমূল ক্ষমতাচ্যুত হচ্ছে ততদিন তাঁর প্রায়শ্চিত্ত হবে না বলেও মন্তব্য করেন মুকুল রায়। তিনি দাবি করেন, আগামী বিধানসভা ভোটে কেশপুর থেকে লক্ষাধিক ভোটে জিতবে বিজেপি।