SSC Scam Update : ৪২ দিন জেলে, আদালতের কাছে 'যে কোনও শর্ত সাপেক্ষে' জামিনের আবেদন পার্থর

পার্থর আইনজীবীর পক্ষ থেকে এদিন আদালতের কাছে 'যে কোনও মূল্যে' জামিন মঞ্জুর করার দাবি রাখা হল। এমনকী নিজ বাসভবনে নজরবন্দি থাকতেও রাজি তিনি। তবু যে কোনও শর্ত সাপেক্ষে মুক্তি চান পার্থ। প্রাক্তন মন্ত্রীর তরফে জানানো হয়েছে, পার্থর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। 

Share this Video

৪২ দিন ধরে জেন হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। এবার ১৪ দিনের জেল হেফাজবত শেষে ফের আদালতে পেশ করা হল প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। নিরাপত্তার খাতিরে এদিন ভার্চুয়ালি ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় এসএসসি দুর্নীতির মূল অভিযুক্তকে। এদিন ফের জামিনের জন্য মরিয়া আবেদন করলেন পার্থ।

Related Video