পুলিশ মন্ত্রীর ও দম নেই দিলীপ ঘোষকে এরেস্ট করার : দিলীপ ঘোষ

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি  শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃ ভ্রমনে আসে,প্রাতঃ ভ্রমনে এসে  সাংবাদিকদের মুখোমুখি হন| 
 

/ Updated: Jul 08 2022, 07:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি  শুক্রবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃ ভ্রমনে আসে  | প্রাতঃ ভ্রমনে এসে  সাংবাদিকদের মুখোমুখি হন |কুণাল ঘোষ বলেছেন রাজভবনের সামনে নীল ডাউন করিয়ে রাখবেন দিলীপ ঘোষকে | এপ্রসঙ্গে তিনি বলেন যারা এতদিন নীল ডাউন করে এসেছে পুলিশের সামনে সেই দিনগুলো আমরা ভুলিনি |  যে রাজ্যপালের নামে দিনরাত তার কটুক্তি করেন তারা কতটা দুর্বল এতে প্রমাণ হয়ে গেছে বলেন দিলীপ ঘোষ | জ্যোতি বসু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন অনেকদিন ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আমি কমপক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি -  দিলীপ ঘোষ | নুপুর শর্মার কাছে যাচ্ছেন কেন পশ্চিমবাংলায় আমাদের নেতাদের কাছে খোঁজ নিন সিপিএম ,কংগ্রেসের আমল থেকে তৃণমূল সেটাকে জনআন্দোলন করে দিয়েছে। গালাগালি দেওয়াটাকে তাদের পার্টির মধ্যে নেতারা পরস্পরকে কি বলছেন তার জন্য কেষ্ট মন্ডল থেকে আরম্ভ করে এক একজন বিধায়ক, সংসদ কি মন্তব্য করেছেন সেটা তুলে ধরুন ।আমাদের কটু কথার বলার দরকার নেই কেউ যদি আমাকে বলে আমাকে কিছু বলার প্রয়োজন পড়ে, লোকে ভাবে সত্যি সত্যি লোকটা দুনম্বরী তার জন্য প্রতিবাদ করছি আমি।