'সময় ঘনিয়ে এসেছে মমতার সরকারের'-মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
দক্ষিন কলকাতায় অভিষেকের হোডিং ফেলা নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি জানান পার্থ-অনুব্রতদের থেকে চোখ ঘোরানোর জন্য এই হোর্ডিং |
মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর | 'এই সরকার লেমেনডাক সরকারে পরিণত হয়েছে'- বললেন শুভেন্দু | তিনি আরও জানান 'আর হোর্ডিং ফেলা হয়েছে মানুষের চোখ ঘোরাতে, খুব সহজে যাতে পার্থ-অনুব্রতদের থেকে চোখ ঘোরানো যায়' | 'পাকে ঘেরাও হয়ে গিয়েছেন পিসিমা ও ভাইপো'- মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |