Bankura News : ক্যানেলের জলে 'অকাল বন্যা' বাঁকুড়ায়। কংসাবতী নদীর মেন ক্যানেলের পাড় ভেঙে বিপত্তি গ্রামে!

ক্যানেলের জলে 'অকাল বন্যা' বাঁকুড়ায়। কংসাবতী নদীর মেন ক্যানেলের পাড় ভেঙে বিপত্তি গ্রামে। প্রবল জলের স্রোতে কয়েক বিঘা জমির ফসল নষ্ট। একমাত্র যাতায়াতের মাটির রাস্তাও ভেঙে তছনছ। বিষ্ণুপুরের ঘুঘিমোড়া ও বাসুদেবপুরের দাগাশোল জঙ্গলের পাড় ভেঙ্গে জলমগ্ন এলাকা। জঙ্গলের পাড় ভেঙ্গে জলমগ্ন এলাকা। 

Share this Video

ক্যানেলের জলে 'অকাল বন্যা' বাঁকুড়ায়। কংসাবতী নদীর মেন ক্যানেলের পাড় ভেঙে বিপত্তি গ্রামে। প্রবল জলের স্রোতে কয়েক বিঘা জমির ফসল নষ্ট। একমাত্র যাতায়াতের মাটির রাস্তাও ভেঙে তছনছ। বিষ্ণুপুরের ঘুঘিমোড়া ও বাসুদেবপুরের দাগাশোল জঙ্গলের পাড় ভেঙ্গে জলমগ্ন এলাকা। জঙ্গলের পাড় ভেঙ্গে জলমগ্ন এলাকা। 

Related Video