পুরুলিয়ার জগন্নাথ মন্দিরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা, স্যানিটাইজেশনের পরই প্রবেশ করলেন ভক্তরা

  • করোনা বিধি মেনেই পুরুলিয়ার জগন্নাথ মন্দিরে পালিত হল স্নান যাত্রা
  • এবার ১২ জুলাই রয়েছে জগন্নাথদেবের রথযাত্রা
  • তার ঠিক ১৫ দিন আগে হয় স্নানযাত্রা উৎসব
  • স্নানযাত্রা উৎসবই পালন করতে দেখা গেল বহু জায়গায়

Share this Video

করোনা বিধি মেনেই পুরুলিয়ার জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা। এবার ১২ জুলাই রয়েছে জগন্নাথদেবের রথযাত্রা। তার ঠিক ১৫ দিন আগে হয় স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা উৎসবই পালন করতে দেখা গেল বহু জায়গায়। করোনা বিধি মেনেই তবে এবার স্নানযাত্রা পালন হয়েছে সর্বত্র। তেমনই ছবি দেখা গেল পুরুলিয়ার এক জগন্নাথ মন্দিরেও। সেখানেও করোনা বিধি মেনেই পালন হল স্নান যাত্রা। সেখানে জগন্নাথদেবের স্নানযাত্রা দেখতে উপস্থিত ছিলেন ভক্তরাও। স্যানিটাইজেশনের পরেই তাদের ঢুকতে দেওয়া হয় মন্দিরে।

Related Video