যাত্রা শুরু শ্রীরামপুরের মাহেশ এর উল্টো রথের

পুরীর রথের পর সব থেকে প্রাচীন শ্রীরামপুরের মহেশের ৬২৬ বছরের রথ, সকাল থেকেই ভক্তরা ভিড় করেছে মাহেশের মাসির বাড়ি মন্দির চত্বরে |

Share this Video

পুরীর রথের পর সব থেকে প্রাচীন শ্রীরামপুরের মহেশের ৬২৬ বছরের রথ, সকাল থেকেই ভক্তরা ভিড় করেছে মাহেশের মাসির বাড়ি মন্দির চত্বরে , এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির প্রাঙ্গণের বাইরে নিয়ে আসা হয়েছে ভক্তদের জন্য , সেখানেই চলছে পুজো পাট,পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন | পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, রয়েছে মেডিকেল ক্যাম্প ও দলকম | মাহেশের রথ ম্যানিলা দড়ি দিয়ে টানা হয়।প্রথা অনুযায়ী তোপধ্বনী দিয়ে শুরু হবে রথযাত্রা।
 এই রথ ৫০ ফুট উচ্চতার,লোহার বারোটি চাকা। ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা।কলকাতার শ্যামবাজারের বসু পরিবার রথ তৈরী করে দিয়েছিল।সেই ১২৫ টনের সেই লোহার রথ গড়াবে শ্রীরামপুরের মাহেশের রাজপথে।

Related Video