ছাদহীন মাথায় ট্রেনেই পড়াশোনা, প্রেরণার আরও এক নাম বালক অর্জুন

  • কোনও মতে জীবনযুদ্ধে লড়ে যাওয়া 
  • আর সেই লড়াই থেকে চেপে বসা এক অদম্য জেদ
  • এই জেদের বশেই আজ প্রেরণা হয়ে উঠেছে ছোট্ট অর্জুন 
  • সব নেই-এর রাজ্যে থেকেও ট্রেনের কামরাতেই চলছে তার পড়াশোনা

/ Updated: Aug 30 2019, 09:22 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ট্রেনে চেপেই পড়াশোনা। এভাবেই মা আরতি ও বছর সাতের ছোট্ট বোন পূর্ণিমা-কে নিয়ে এক অসম লড়াইয়ে নেমেছে ছোট্ট অর্জুন। আর ট্রেনে চেপেই চলে তার পড়াশোনা। ছোট্ট অর্জুনের কাহিনি এখন প্রেরণা জোগাচ্ছে সবাইকে। মাথার উপরে ছাদ নেই। তবু পড়াশোনা থেমে থাকে না তার। কখনও কাকদ্বীপ বাজারে রাস্তার পাশে মা-এর দেওয়া দোকানেই চলে পড়াশোনা। কিছুটা সময় পড়াশোনার জায়গা হয় কাকদ্বীপ স্টেশন চত্বর। আবার রাতে তার পড়াশোনার ঠিকানা শিয়ালদহ স্টেশন। ভোররাতে কাকদ্বীপ ফেরার ট্রেনে হয় বাকি পড়াশোনার কাজ। অর্জুনের ইচ্ছে সেনাবাহিনীতে নাম লেখানোর। ২ সন্তান-সহ আরতি-কে বের করে দিয়েছিল তাঁর স্বামী। এরপর রাস্তা আর রেলের কামরাতেই ১০ বছর ধরে জীবন কাটিয়েছেন। তাঁদের অবস্থা দেখে প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত থাকার ব্যবস্থা করে দিতে উদ্যোগী হয়েছে।