খাবারের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল রুখতে চলল খাদ্য সুরক্ষা আধিকারিকদের অভিযান
খাবারের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল রুখতে সরব বলরামপুর প্রশাসক। খাদ্য সুরক্ষা আধিকারিক দল অভিযান চালাল পুরুলিয়ার বলরামপুর বাজারে। সেখানকার বাজারে দীর্ঘক্ষণ অভিযান চালায় তাঁরা। সেখানে একাধিক দোকান ঘুরে খাবারের নমুনা সংগ্রহ করেন তাঁরা। দোকানে ঘুরে একাধিক পরমর্শও দেন তাঁরা। সেখানে ছোট দোকান গুলির কোনও ফুড লাইসেন্স (ফ্যাসাই) নেই। সেই সমস্ত দোকানগুলিকে ফুড লাইসেন্স নেওয়ার কথাও জানান।
খাবারের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল রুখতে সরব বলরামপুর প্রশাসক। খাদ্য সুরক্ষা আধিকারিক দল অভিযান চালাল পুরুলিয়ার বলরামপুর বাজারে। সেখানকার বাজারে দীর্ঘক্ষণ অভিযান চালায় তাঁরা। সেখানে একাধিক দোকান ঘুরে খাবারের নমুনা সংগ্রহ করেন তাঁরা। দোকানে ঘুরে একাধিক পরমর্শও দেন তাঁরা। সেখানে ছোট দোকান গুলির কোনও ফুড লাইসেন্স (ফ্যাসাই) নেই। সেই সমস্ত দোকানগুলিকে ফুড লাইসেন্স নেওয়ার কথাও জানান।