Uttarkashi Avalanche : সৌরভের নিথর দেহের অপেক্ষায় পরিবার, উত্তরকাশি ট্রেকিংয়ে মৃত্যু ১০ দিন আগে

পরিবারে কাছে ৪ অক্টোবর খবর  আসে সৌরভ বিশ্বাস নিখোঁজ হয়ে গেছে দ্রৌপোদি কা ডান্ডা-২ পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে। টানা ৬ দিন নিখোঁজ থাকার পর ১০ অক্টোবর উদ্ধার হয় সৌরভের নিথর দেহ। সেই মরদেহ কবে আর কিভাবে বাড়িতে আসবে তাই নিয়ে অনিশ্চয়তার সৌরভের পরিবার

Share this Video

উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের বলি এই রাজ্যের বাসিন্দা সৌরভ বিশ্বাস| ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হয় সৌরভ বিশ্বাসের | পরিবারে কাছে ৪ অক্টোবর খবর আসে সৌরভ বিশ্বাস নিখোঁজ হয়ে গেছে দ্রৌপোদি কা ডান্ডা-২ পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে। সেই মরদেহ কবে আর কিভাবে বাড়িতে আসবে তাই নিয়ে অনিশ্চয়তার সৌরভের পরিবার | 

Related Video