বিপাকে বিষধর, শাঁখামুটির ফোঁস ফোঁসে ঘুম ভাঙল বাড়ির মালিকের, দেখুন ভিডিও

 

  • পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা
  • গর্তে পড়ে আটকে যায় বিরাট সাপ
  • খবর পেয়ে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর
/ Updated: Jul 13 2019, 02:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতে খাওয়া দাওয়া সেরে সবে চোখটা লেগেছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রামদেবপুর গ্রামের বাসিন্দা তরুণ জানার। কিন্তু ঘরের বাইরে জোরালো ফোঁস ফোঁস শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। অন্ধকারের মধ্যে বাইরে বেরিয়ে তিনি দেখেন, সেপটিক ট্যাঙ্ক তৈরির জন্য খুঁড়ে রাখার গর্তের মধ্যে পড়ে আটকে গিয়েছে এক বিষধর। বেরোতে না পেরে সেটিই আস্ফালন করছে। বৃহস্পতিবার রাতভর অবশ্য ওই জায়গাতেই আটকে থাকতে হয় বিষধরকে। সাপ দেখতে ভিড়ও করেন অনেকে। তবে বিষধর সাপটি বেকায়দায় পড়লেও তরুণবাবু বা অন্য কেউই সেটির কোনও ক্ষতি করেননি। 

শেষ পর্যন্ত শুক্রবার সকালে বন দফতরে সাপটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন তরুণবাবু। তাদের থেকেই খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, সাপটি শাঁখামুটি প্রজাতির। লম্বায় বেশ কয়েক ফুট লম্বা এই সাপ যথেষ্টই বিষধর। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলেই খবর।