বাংলাদেশের জাহাজ কীভাবে উদ্ধার করল কাকদ্বীপের মৎস্যজীবীকে, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

  • পাঁচ দিন পর উদ্ধার ভারতীয় মৎস্যজীবী
  • উদ্ধার করল বাংলাদেশি জাহাজ
  • শনিবার ট্রলার ডুবে নিখোঁজ হন রবীন্দ্রনাথ দাস
     

Share this Video

প্রায় পাঁচদিন জলে ভেসে থাকার পরে অবশেষে কাকদ্বীপের মৎস্যজীবীকে চট্টগ্রামের কাছে উদ্ধার করল একটি বাংলাদেশি জাহাজ। রবীন্দ্রনাথ দাস নামে ওই মৎস্যজীবী দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপের বাসিন্দা। গত শনিবার বঙ্গোপ সাগরে ডুবে যায় এফবি নয়ন নামে একটি ট্রলার। সেটিতেই ছিলেন রবীন্দ্রনাথবাবু। তাঁর পরিবারও ধরে নিয়েছিল, সলিল সমাধি হয়েছে তাঁর। 

যদিও, বুধবার সকালে চট্টগ্রামের কাছে ওই মৎস্যজীবীকে সমুদ্রে ভাসতে দেখেন একটি বাংলাদেশি জাহাজের নাবিক এবং কর্মীরা। প্রায় দু' ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করতে পেরে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশি নাবিকরা। প্রায় অচৈতন্য অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধারের পরে প্রাথমিক শুশ্রুষা করা হয় জাহাজে। এর পরে তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয়েছে মৎস্যজীবীর বাড়িতে। মৎস্যজীবীকে উদ্ধারের সেই রোমহর্ষক ভিডিও-ই এবার সামনে এসেছে।

Related Video