এসএসসি দুর্নীতি অবিলম্বে মমতার মন্ত্রী পরেশ অধিকারীকে জেলে পোরার দাবি দিলীপ ঘোষের

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য সরকারকে তোপ দিলীপের। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর জেলে যাওয়া উচিত-দিলীপ। এসএসসি দুর্নীতি নিয়ে টর্চ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলীপের। 'শিক্ষা প্রতিমন্ত্রী ও তাঁর শিক্ষিকা মেয়ে নিখোঁজ'- দিলীপ। 'পার্টি জয়েন করলেই মন্ত্রীত্ব, এরা জেলে না গেলে হতাশা বাড়বে'- দিলীপ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, মন্তব্য দিলীপের। 'আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব হত'- দিলীপ। 'শিক্ষামন্ত্রীকে এখন প্যারেড করে সিবিআই দফতরে যেতে হচ্ছে'- দিলীপ। 
'এই সরকারের আমলে সরকারের সার্বিক পতন হয়েছে'- দিলীপ। 

Share this Video

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে অবিলম্বে জেলে পোরার দাবি তুললেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ চলাকালীন তিনি মন্তব্য করেন যে পরেশ অধিকারীর মতো লোকেরা জেলে না গেলে হতাশা বাড়বে। দিলীপ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আরও বলেন যে, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী এবং তাঁর মেয়ে নিখোঁজ। একটা সময় এই রাজ্যের শিক্ষা নিয়ে গর্ব করা হত। এখন সেটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে তাও উল্লেখ করেন। সেইসঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন। এসএসসি দফতর আচার্য ভবনে আধা সেনার মোতায়েন নিয়েও রাজ্য সরকারকে তোপ দেগেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃর্ভাগ্যজনক যে বাংলার এই বেহাল দশা সামনে এসে পড়েছে। 

Related Video