'অনুব্রত-র পাপের ভাগী হবে কে? প্রশ্ন দিলীপ ঘোষের

'রত্নাকর'-র প্রসঙ্গ তুলে বিস্ফোরক দিলীপ ঘোষ। 'অনুব্রত-র পাপের ভাগী হবে কে? প্রশ্ন দিলীপের। 'চোর ডাকাতের পিছনে যাবেন না, নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না' বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কাশ্মীর যদি ঠান্ডা হয়ে থাকে বাংলাকেও ঠান্ডা করতে খুব বেশিদিন লাগবে না। পার্টিটাই উঠে যাবে সরকার পড়ে যাবে। কাদের বলে এসব করছে।' 'শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।' 'ত্রিশ হাজার চাকরির স্বপ্ন দেখিয়েছেন দিদিমনি, সরকার যদি পাল্টায় তাহলে সম্ভাবনা আছে'

Share this Video

'রত্নাকর'-র প্রসঙ্গ তুলে বিস্ফোরক দিলীপ ঘোষ। 'অনুব্রত-র পাপের ভাগী হবে কে? প্রশ্ন দিলীপের। 'চোর ডাকাতের পিছনে যাবেন না, নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না' বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কাশ্মীর যদি ঠান্ডা হয়ে থাকে বাংলাকেও ঠান্ডা করতে খুব বেশিদিন লাগবে না। পার্টিটাই উঠে যাবে সরকার পড়ে যাবে। কাদের বলে এসব করছে।' 'শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে তাড়া করে করে মারবে টিএমসি নেতা ও মন্ত্রীদের।' 'ত্রিশ হাজার চাকরির স্বপ্ন দেখিয়েছেন দিদিমনি, সরকার যদি পাল্টায় তাহলে সম্ভাবনা আছে'

Related Video