সংক্ষিপ্ত

 

  • রাজ্যে দুই দফার বিধানসভা নির্বাচন বাকি
  • মরিয়া সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস পার্থী 
  • বাবার কথা মনে করিয়ে ভোট জয়ের চেষ্টা
  • বাবার মৃত্যুতে আচমকা রাজনীতিতে আবু হেনা 


মরহুম বাবার নামেই ভোট বৈতরণী পারে মরিয়া সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস পার্থী। একদিকে  এই রাজ্যে যখন আর মাত্র অবশিষ্ট দুই দফার বিধানসভা নির্বাচন বাকি, তখন দক্ষিণবঙ্গের জেলা নজরকাড়া মুর্শিদাবাদ কেন্দ্রের সংক্ষিপ্ত  মোর্চা সমর্থিত কংগ্রেস পার্থী আবু হেনা তার বাবার কথা স্মরণ করিয়ে দিয়েই শেষ মুহূর্তে  ভোটের বৈতরণী পার করতে মরিয়া হয়ে উঠেছেন।

 

আরও পড়ুন, 'কংগ্রেসকে মুর্শিদাবাদে ভোট দেওয়া মানে ঘুরিয়ে BJP কে সাহায্য করা', বিস্ফোরক সিদ্দিকী 


জেলার  প্রাচীন জনপদ সীমান্তের শহর লালগোলা বিভিন্ন এলাকায়  কখনও গাড়িতে আবার কখনও পায়ে হেঁটে এখন তার মানুষের সঙ্গে পরিচয়ের শুরুতেই তার মুখে একটাই কথা 'আমি মরহুম আব্দুস সাত্তার সাহেবের ছেলে।আপনারা আমাকে ভোটে জয়ী করুন' তবে শুধু শহর নয় , তার নির্বাচনী এলাকার অন্তর্গত বিভিন্ন গ্রাম মূলত প্রসাদপুর , তেতুলিয়া , চুনাখালি ,ময়া, বিরামপুর অঞ্চলের  শয়ে শয়ে পাড়া গাঁয়ে রাস্থায়ও মরহুম বাবার পরিচয়ের মধ্যে দিয়েই চলছে এই ভোট বৈতরণী পার হবার মারিয়া প্রচেষ্টা। আব্দুস সাত্তারের মৃত্যুতে আচমকা সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন আবু হেনা। 

 

আরও পড়ুন, পিকের লাস্ট মিনিট 'ইলেকশন সাজেশন', 'খেলা হবে' মুর্শিদাবাদে, হাজির খোদ মমতা 


১৯৯১ সালে প্রথম বার লালগোলা বিধান সভাতে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক ।তারপর টানা ৬ বারের বিধায়ক তিনি । বিধান সভাতে সহানুভূতির ভোটে জয় চলে আসছে এক নাগাড়ে ।সংগঠন নয়,  সেই মিথ কে সম্বল করে  লোকসভার ভোটে জিততে চাইছেন লালগোলার বিধায়ক আবু হেনা। সাত্তার সাহেবের ছেলে শুনে প্রবীণ মানুষ জন অবশ্য স্মৃতি মেদুর হচ্ছেন ।সেই স্মৃতিকে উস্কে দিয়েই ভোটের  বাজারে সহানুভূতির আদায়ে কোনও কার্পণ্য নেই ভোট প্রার্থী ছেলের । বরং বলেছেন ,'আমার একটা অতীত আছে ।জেলার মানুষ  তো বোটেই রাজ্যের মানুষও বাবার কাজের সুফল লাভ করেছেন । বাবার মন্ত্রিত্ব কালে রাজ্যে সবুজ বিপ্লব এসেছিল । এক ফসলি জমি তিন ফসলি হয়েছিল । আর পতিত জমিতে সোনার ফসল ফলেছিল বাবার পরিকল্পনার ফলে।'

 

আরও পড়ুন, কোভিডে টোকেন নয়-স্মার্ট কার্ডই ভরসা, সোমবার থেকে মেট্রো কমছে কলকাতায়  

 


 আপাতত বাবার কীর্তি কে মানুষের সামনে তুলে ধরে ভোটের ময়দানে ছুটে চলেছেন কংরেস প্রার্থী । শারীরিক ভাবে অসুস্থ কিন্তু তাতে তোয়াক্কা না করে সকাল থেকে  সন্ধ্যা ছুটছেন মানুষের দরবারে । বৃদ্ধ মানুষ দেখলেই যেমন বাবার পরিচয় দিচ্ছেন তেমনি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সামনে তুলে ধছেন পঞ্চায়েত ভোটে শাসকদলের ভোট লুটের কথা । আসলে পঞ্চায়েত নির্বাচনে নতুন ভোটারদের  ভোট দিতে না পারার যন্ত্রনা কে তুলে ধরে তাদের মন পেতেও মরিয়া হয়ে উঠেছেন হেনা সাহেব । কৌশলী হেনা একদিকে সহানুভূতি অন্যদিকে কেন্দ্র সরকারের সাম্প্রদায়িক মনভাব ও রাজ্যের তৃণমূল সরকারের সিন্ডিকেট রাজ কে তুরুপের তাস করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌছিয়ে যাচ্ছেন । একথা শুনে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান বলেন ,'আবু হেনা বাবার নামে ভোট চাই ।ভোটের সময় তাকে দেখা যায় , ভোট ফুরালেই হাওয়া । তবে লালগোলার ম্যাজিক এই বিধানসভা ভোটে এবার আর প্রতিফলিত হবে না।'