সংক্ষিপ্ত

  • কালিয়াগঞ্জে রোড শোতে জনজোয়ারে ভাসলেন শাহ
  • 'আমরাই ক্ষমতায় আসছি দুইশো বেশির আসন নিয়ে'
  • 'কাটমানি সরকার পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন'
  • ইটাহারে এসে বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 

কালিয়াগঞ্জে রোড শোতে এসে জনজোয়ারে ভাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সোমবার উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী প্রচারের শেষদিনের বিকেলে কালিয়াগঞ্জ শহরে বিজেপির প্রচারে ঝড় তুললেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তথা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অপরদিকে, ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধান সভার  প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে ইটাহারে এলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

আরও পড়ুন, লকডাউন শুরু হয়ে যাবে কি, আজ বৈঠকে বড় বার্তা দিলেন মমতা 

 

 


কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে সুসজ্জিত বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন অমিত শাহ। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস আর উন্মাদনায় অমিত শাহের রোডশোতে কার্যত কালিয়াগঞ্জ শহর অবরুদ্ধ হয়ে পড়ে। সুসজ্জিত একটি গাড়িতে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়কে সঙ্গে নিয়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।  কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে অমিত শাহের রোডশো শুরু হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয়। অমিত শাহকে দেখতে কালিয়াগঞ্জ শহরের রাজপথের দুধারে হাজার হাজার মানুষের সমাগম হয়।
 

আরও পড়ুন, ইদের দিনে সামশেরগঞ্জ -জঙ্গিপুর নির্বাচন ঘোষণা কমিশনের, ক্ষোভ উগরে দিল সংখ্যালঘুরা  

 


অপরদিকে, ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধান সভার  প্রার্থী অমিত কুমার কুন্ডুর সমর্থনে  বিশাল জনসভার হয় ইটাহারে। সোমবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ছিলেন প্রার্থী অমিত কুমার কুন্ডু, ইটাহারের প্রাক্তন  বিধায়ক অমল আচার্য্য, বিজেপি জেলা সহ সভাপতি নিমাই সিং, বিজেপি নেতৃত্ব শ্যামল চৌধুরী,সুমন আচার্য্য, দিলীপ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

আরও পড়ুন, আপাতত বিপদ মুক্ত BJP প্রার্থী গোপাল সাহা, আরও ৪৮ ঘন্টা রাখা হবে অবজারবেশনে 

 

 

এদিন দুপুর নাগাদ হেলিকপ্টার করে এসে গোটলু হোম গার্ড' ট্রেনিং সেন্টারের মাঠে  নেমে সোজা হাইস্কুল মাঠে জনসভায়  আসেন। রাজনাথ সিং তার বক্তব্যে  তৃনমূল কংগ্রেস সরকারের দ্বিতাচারিতার কথা তুলে ধরে বলেন,' বাংলার মানুষকে ১০বছর বোকা বানিয়েছে। কোনও চাকরি নেই , শুধু কাটমানি। তাই কাটমানি সরকার পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন। তবেই বাংলায় আসল পরিবর্তন হবে ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজ আরও হবে। তাই তৃনমূলের ভাওতাবাজির কথা ভুলে বিজেপি প্রার্থী ' অমিত কুমার কুন্ডুকে ভোট দিন। আমরাই বাংলাই ক্ষমতায় আসছি দুইশো বেশির আসন নিয়ে।'