সংক্ষিপ্ত

  • বৃহস্পতিবারে ভোট যুদ্ধের ময়দানে হেভিওয়েট ৪ 
  • নির্বাচনী প্রচারে আসছেন  শাহ, যোগী , রাজনাথ 
  • জেলায় ৪ জনসভায় থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় 
  • বিজেপির ভোটে প্রচারে রোড শো করবেন মিঠুন 
     

বৃহস্পতিবারে ভোট যুদ্ধের ময়দানে হেভিওয়েট ৪। এদিন  একদিকে রাজ্য সফরে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ এবং রাজনাথও। অপরদিকে  জেলায় ৪ জনসভায় থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একই দিনে বিজেপির ভোটে প্রচারে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন, 'শিশুরাও আপনার খেলা বুঝে গেছে দিদি', কৃষি ইস্যুতে মমতাকে নিশানা মোদীর  

 

 

 

 রাজ্যে প্রথম দফা ভোটের আগে বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। যার জেরে এদিন নির্বাচনী প্রচারের ঝড় তুলবে সব রাজনৈতিক দল। আর সেই কারনেই বৃহস্পতিবারেই  ভোট যুদ্ধের ময়দানে হেভিওয়েট ৪ জনের জনসভা।  পুরুলিয়া-বিষ্ণুপুর-তমলুকে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ। একইদিনে রাজ্যে প্রচারে সাগর-নন্দীগ্রামে যোগী আদিত্যনাথ এবং জয়নগর-চন্ডীতলায় রাজনাথ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় নির্বাচনী প্রচারের জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। উল্লেখ্য ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। এর আগে টানা ৪ দিন সব কাজ ছেড়ে নির্বাচনী কেন্দ্রে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মাটি কামড়ে পড়ে থাকবেন। তৃণমূল সূত্রের খবর, শেষ মুহূর্তে পরিবর্তন না হলে ১ এপ্রিল নন্দীগ্রামে থেকেই ভোটে নজরদারি চালাবেন মমতা।

 

 

আরও পড়ুন, 'কবিগুরুর এই মাটিতে কেউ বহিরাগত নন দিদি', মোদীর যুক্তি শুনে বাঁকুড়ায় কী বার্তা মমতার  


অপরদিকে, বৃহস্পতিবার বিজেপির ভোটে প্রচারে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালের পর ২০২১ সাল। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ৫ বছর। ফের বাংলার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাস্তা নামবেন মিঠুন চক্রবর্তী। এদিন  রাজ্যে প্রথম দফা ভোটের আগে প্রচারের শেষ দিনে তাঁর জঙ্গলমহল দিয়ে যাত্রা শুরু।