- '১০৫ বছর পর বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে'
- 'জাতি-ধর্ম ঊর্ধ্বে উঠে নজির সৃষ্টি করেছে সেবাশ্রম'
- 'এখান থেকে আমি বড় চেতনা ও উৎসাহ নিয়ে যাচ্ছি'
- বালিগঞ্জের ভারত সেবাশ্রম দর্শন করে বললেন শাহ
' এখনও যুবকদের মনে রাষ্ট্র ভক্তি-বাঁচার মনোভাব তৈরি করে ভারত সেবাশ্রম', বাংলা সফরে এসে বালিগঞ্জের ভারত সেবাশ্রম দর্শন করে বললেন অমিত শাহ। বৃহস্পতিবার রাজনৈতিক সভা করার আগে বালিগঞ্জের ভারত সেবাশ্রমে অনেকটা সময় কাটালেন শাহ।
আরও পড়ুন, আজ ময়দানে মুখোমুখি ২, একইদিনে সাগরে শাহ-পৈলানে মমতার সভা, ক্ষুব্ধ BJP
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 'আমি খুব খুশি স্বামী প্রণবানন্দ যেখানে অনেকটা জীবন কাটিয়েছিলেন সেখানে আসতে পেরে। স্বামী প্রণবানন্দ তখন স্বাধীনতা এবং স্বরাজের কল্পনা দৃঢ় করেছিল যখন দেশের এটা সবথেকে বেশি প্রয়োজন ছিল। যখন বিভক্ত হয়েছিল তখন এই অংশটা ভারতের সঙ্গে জুড়ে থাকে এর জন্য স্বামী প্রণবানন্দ-এর প্রেরণা শ্যামাপ্রসাদ মুখার্জীকে প্রেরিত করেছিল এবং শেষে আমরা সফল হয়েছি। সেবাশ্রম এর মাধ্যমে যুবকদের মধ্যে রাষ্ট্রভক্তি, আধ্যাত্মিক চেতনা, আত্মবল, সেবা, সমর্পন, এবং ত্যাগ গুণের বিকাশ হোক এর জন্য স্বামী প্রণবানন্দ সারাদেশে যে অভিযান শুরু করেছিল তার ফল ১০৫ বছর পর আমাদের সামনে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। যেখানে বিপদ এসেছে সেখানেই জাতি-ধর্ম সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ভারত সেবাশ্রম একটা নজির সৃষ্টি করেছে। এখনো যুবকদের মনে রাষ্ট্র ভক্তি এবং দেশের জন্য বাঁচার মনোভাব ভারত সেবাশ্রম তৈরি করে।'
আরও পড়ুন, আজ বাংলা সফরে অমিত শাহ, রামকৃষ্ণের জন্মতিথিতে পরমহংসের স্তুতি লিখে করলেন টুইট
भारत सेवाश्रम संघ, कोलकाता में स्वामी प्रणवानंद जी को श्रद्धा सुमन अर्पित कर गुरुजनों का आशीर्वाद लिया।
— Amit Shah (@AmitShah) February 18, 2021
यह स्थान मानवता की नैतिक तथा आध्यात्मिक उन्नति का एक प्रमुख केंद्र है।
मैं युवाओं से आग्रह करता हूँ कि स्वामी जी के जीवन से प्रेरणा लेकर राष्ट्र निर्माण में अपना योगदान दें। pic.twitter.com/xD3BeSCsjx
আরও পড়ুন, আজ সকালেই মন্ত্রী জাকির হোসেনের অস্ত্রোপচার SSKM-এ, জখম ১১ সঙ্গীও চিকিৎসাধীন কলকাতায়
শাহ আরও বলেন, 'ভারত সেবাশ্রমের সঙ্গে আমারও ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আহমেদাবাদে স্বামী গণেশানন্দের সাথে আমার সম্পর্ক ছিল, ওনার অনেক গভীর প্রভাব আমার মধ্যে আছে। সন্ন্যাসী কেমন হয় এটা বুঝতে হলে ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের দেখতে হবে। আর এখান থেকে আমি বড় চেতনা ও উৎসাহ নিয়ে যাচ্ছি। আমার সারা জীবনে এই চেতনা ও প্রেরণা আমাকে প্রেরিত করতে থাকবে। যোগাচার্য স্বামী প্রণবানন্দ-এর জীবনকে আমি অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি।'
কলকাতা রাসবিহারী এভিনিউতে ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শনে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী @AmitShah জী। #AmitShahInBengal pic.twitter.com/Ia683g9d1v
— BJP Bengal (@BJP4Bengal) February 18, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 18, 2021, 1:32 PM IST