সংক্ষিপ্ত
- অনুব্রতর নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- নাম না করে মোদীকে কটাক্ষ অনুব্রতর
- মোদীকে তীব্র ভাষায় আক্রমণ
- বিজেপির সোনার বাংলাকে কটাক্ষ
সাদা দাড়ি রেখেছেন প্রধানমন্ত্রী। বাংলায় বিধানসভা ভোটের আগে সেই দাড়ি নিয়ে রাজনৈতিক কটাক্ষ শুরু করল তৃণমূল কংগ্রেস। নেতাজীর জন্মজয়ন্তীর পর মোদীকে একাধিকবার এই দাড়ি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন-ফের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাসের শেষ দু'দিনে ঠাসা কর্মসূচি অমিত শাহর
“দাড়ি রেখে ভণ্ড হবে। সাধু নিশ্চয় হবে না”! বৃহস্পতিবার সিউড়ি ১ নম্বর ব্লকের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন-কৃষি আইন বিরোধী প্রস্তাব ঘিরে উত্তাল বিধানসভা, 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে বেরিয়ে গেল বিজেপি
ভোটের আগে ব্লকে ব্লকে জনসভা শুরু করেছেন অনুব্রত মণ্ডল। সেই মত এদিন ছিল সিউড়ি ১ নম্বর ব্লকের জনসভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন অনুব্রত। নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “সোনার বাংলা গড়বে! কি সোনা মুখরে ভাই! এখন আবার দাড়ি রাখছে। দাড়ি রেখে বহুরূপী হবে, না সাধু হবে। না ভণ্ড হবে। তুমি মানুষকে বল, তুমি সাধু হবে না, বহুরূপী হবে না, ভণ্ডগিরি করছি ভোট নেওয়ার জন্য। এটা বললে ভালো হয় না? তোমার ভণ্ডামি ধরে ফেলেছে মানুষ। তুমি কোন উন্নয়ন করোনি। শুধু ভণ্ডামি করে চলেছো”।