সংক্ষিপ্ত

  • মমতাকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কে জড়ালেন বাবুল 
  •  কটাক্ষ করে একটি মিম পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়  
  • বাবুলের এই টুইটকে সমর্থন করলেন না বিজেপি সাংসদ লকেটও 
  • শেষ অবধি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটটি প্রত্যাহার করে নেন 


মমতাকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কে জড়ালেন বাবুল। ভোটের নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। বাংলায় বেড়েছে রাজনৈতিক হিংসা। আর অভিষেকের বাড়িতে সিবিআই হোক কিংবা বিজেপি নেত্রী পামেলার গ্রেফতার, এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এমনই এক মুহূর্তে, তৃণমূলের পাল্টা স্লোগানের পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করতে গিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  বাবুলের এই টুইটকে সমর্থন করলেন না বিজেপি সাংসদ লকেটও। 

আরও পড়ুন, কোকেন কাণ্ডে ৩ রাজ্য়ে তল্লাশি চালাল পুলিশ, ওদিকে হুমকি পেয়ে মামলা থেকে সরছেন পামেলার আইনজীবী 

 

 

সম্প্রতি এক স্লোগানে প্রচার শুরু করেছে তৃণমূল, তা হল-' বাংলা নিজের মেয়েকেই চায়।' মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই স্লোগানকেই  কটাক্ষ করে একটি মিম পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যেখানে বোঝানো হয়েছে, মেয়েরা বিয়ের পর অন্য়ের ঘরে চলে যায়। তাই তাঁরা পরের ধন। মমতার ছবির পাশে হিন্দিতে লেখা ছিল বাংলার ঘরের মেয়ে। আর তার নীচে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ছবি দিয়ে লেখা, 'মেয়েরা পরে ধন। এবার বিদায় করে দেব।'

আরও দেখুন, Election Live Update-আজ বামদের ব্রিগেড, চেয়েও আসতে পারছেন না বুদ্ধদেব 

 


মেয়েদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন টুইটে শুরু হয় বিতর্কের ঝড়। বাবুলের টুইটটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। তবে বিতর্কের জেরে শেষ অবধি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটটি প্রত্যাহার করে নেন। বাবুলের এই টুইটকে সমর্থন করলেন না বিজেপি সাংসদ লকেটও। লকেট বলেছেন, 'আমি এই মতকে সমর্থন করি না। মা বাবার মেয়ে মা বাবারই থাকে। সে পরের ঘরে গেলেও সেই বাবা-মায়ের মেয়েই হয়ে যায়। এতে মেয়েদের অসম্মান করা হয়।'