সংক্ষিপ্ত

  • অর্মত্য সেনের বাড়ির জমি নিয়ে বিতর্ক
  • প্রতিবাদে নামছে সুশীল সমাজ
  • নোবেলজয়ীর পাশে থাকার বার্তা
  • পাশে আছেন বলে চিঠি দিয়েছিলেন মমতাও

নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের বাড়ি জমি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি জবরদখল করে রাখার অভিযোগ তুলেছে বিশ্বভারতী। এই অবস্থায় নোবেলজয়ীর পাশে থাকার বার্তা দিয়ে অর্মত্য সেনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিশ্বভারতীর আচরনে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার নোবেলজয়ী পাশে থাকার বার্তা দিয়েছেন সুশীল সমাজ। রাজ্যের মন্ত্রী তথা ব্রাত্য বসুর ডাকে বিশ্বভারতীর বিরুদ্ধে প্রতিবাদে সরব হবেন বিদ্বজনেরা।

আরও পড়ুন-হেস্টিংসে বিজেপি দফতরে তৃণমূলের বিক্ষোভ-হামলার অভিযোগ, অমিত শাহকে চিঠি দিলেন কৈলাস

বীরভূমে অমিত শাহের সফরের আগে থেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছিলেন বিজেপি নেতারা। শান্তিনিকেতনে অর্মত্য সেনের বাড়ির জমি বিশ্বভারতীয় জায়গায় রয়েছে বলে দাবি করেছে একটি মহল। অর্মত্য সেনের পরিবার জমি জবরদখল করেছে বলে অভিযোগ করেছে বিশ্বভারতী। এই অবস্থায় নোবেলজয়ী পাশে থাকার বার্তা দিয়ে চিঠিল লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

আরও পড়ুন-'তৃণমূলের সঙ্গে ২১ বছর কাটিয়েছি, ভেবে লজ্জা হচ্ছে', বিজেপির নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠানে তোপ শুভেন্দু

এবার, রাজ্যের মন্ত্রী তথা ব্রাত্য বসুর ডাকে রবিবার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সেখানে থাকবেন বিশিষ্টজনেরা। উপস্থিত থাকবেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, চিত্রকর শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, নৃশংহপ্রসাদ ভাদুড়ি, চিত্র পরিচালক অরিন্দম শীল। রবিবার, দুপুর তিনটের সময়, বাংলা আকাদেমির সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জাানবেন বিশিষ্ট জনেরা।