হেস্টিংসে তৃণমূলের বিক্ষোভে উত্তেজনা দলত্যাগী সাংসদের গাড়িতে হামলার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন কৈলাস ফের বাংলার আইন-শঙ্খলা নিয়ে প্রশ্ন
হেস্টিংসে বিজেপির নতুন সদর দফতরে দলে আগত নবাগতদের জন্য সংবর্ধনা চলাকালীন বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি পার্টি অফিসের সামনে গন্ডগোল শুরু হয়। সদ্য দলত্য়াগী সাংসদ সুনীল মণ্ডলের গাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতাকর্মীরা। ঘটনায় সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলার অভিযোগ তুলল বিজেপি। তৃণমূল নেতা কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এই অভিযোগ তুলে অমিত শাহকে ফোন করলেন কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন-কোভিডে কলকাতার হাসপাতালে আরও এক চিকিৎসকের মৃত্যু, বছর শেষে শোকের ছায়া শহরে
ডায়মন্ড হারবারে বিজেপির কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে সুনীল মণ্ডলের গাড়িতেও হামলার অভিযোগ তুলেছেন কৈলাস বিজয়বর্গীয়। এদিন বিজেপির দফতরে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ও দিলীপ ঘোষের ভূয়শী প্রশংসা করেন তিনি। তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেই সময়ই বিজেপির দফতরে গিয়ে বিক্ষোভ দেকানো হয়। দুই পক্ষের বচসার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
