সংক্ষিপ্ত

 

  •  বুধবার কমিশনে একাধিক অভিযোগ করলেন ফিরহাদ 
  • 'কেন মোদীর ছবি ভ্য়াকসিনের সার্টিফিকেটে থাকবে'
  • 'সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি'
  •  কমিশনে কৈলাশের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ফিরহাদ 
     


'মোদীর ছবি প্রচার ভ্য়াকসিনের সার্টিফিকেটে', বুধবার কমিশনে একাধিক অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। তবে শুধু মোদী নয়, কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধেও বিধি ভঙ্গের অভিযোগ আনলেন ফিরহাদ। 

আরও পড়ুন, জিতেন্দ্রর BJP যোগে গোবরজলে দলীয় কার্যালয় শুদ্ধ করল তৃণমূল, 'জিতেন' নিয়ে কড়া বার্তা দিলীপেরও 

 

 

বুধবার ডালহৌসির নির্বাচনের কমিশনের অফিসে গিয়ে ফিরহাদ বলেছেন, 'আমাদের প্রথম অভিযোগ -কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ভ্য়াকসিনের সার্টিফিকেটে থাকবে। বোটের আগে যখন তিনি ক্যাম্পেন করছেন, তখন তাঁর ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি মদতে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি বহু পেট্রোল পাম্পেও মোদীর ছবি রয়েছে। আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরেও নানা কৌশলে সরকারি প্রকল্পের দোহাই দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি। ' পুরো বিষয়টির উপর অভিযোগ এনে নির্বাচন কমিশনের অফিসে জানিয়েছেন ফিরহাদ।

আরও পড়ুন, কেন্দ্রীয় সরকারি পদে শুভেন্দুর ইস্তফা ঘিরে জল্পনা তুঙ্গে, কী কারণে এত বড় সিদ্ধান্ত 

 

 

অপরদিকে বুধবার কমিশনে গিয়ে কৈলাশের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ফিরহাদ। তিনি অভিযোগে বলেছেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করে ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরেও বাউলদের ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন কৈলাস। কীকরে একটা দলের তরফে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা যায়। এ নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ ফিরহাদ হাকিম।