সংক্ষিপ্ত
- বিজেপির দুই প্রাক্তন কাউন্সিলরের তৃণমূলে যোগ
- এই দুই কাউন্সিলর বিজেপির প্রাক্তন বিধায়ক সুনীল সিং ঘনিষ্ঠ
- তাহলে কি ফেরার রাস্তা পাকা করছেন সুনীলও
- ক্রমশ চড়ছে জল্পনার পারদ
বঙ্গবিজেপিতে ক্রমশ ফাটল বাড়ছে। মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরেই ঘাসফুলে যোগ দেওয়ার হিড়িক বাড়ছে বিজেপিতে। এবার বিজেপির প্রাক্তন বিধায়ক সুনীল সিং ঘনিষ্ঠ দুই বিজেপি প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
আরও পড়ুন- আঙ্কলজি, দিল্লি থেকে দয়া করে ফিরবেন না, ধনকড়কে তীব্র কটাক্ষ মহুয়া মৈত্রর
আরও পড়ুন- তৃণমূল নেতৃত্বের এক নির্দেশেই আটকে গেল নির্বাচন, কী হতে চলেছে-মুখে কুলুপ সব নেতার
কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তারপর থেকেই একের পর এক বিজেপি নেতা ও কর্মীদের বেসুরো হতে দেখা যায়। যার মধ্যে নাম ছিল নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়েরও। সুনীল সিংকে তৃণমূল কংগ্রেসে যাতে ফের না নেওয়া হয়, তাই জন্য নোয়াপাড়া জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল পোস্টার। ঠিক তেমনভাবেই বিজেপির দুই কাউন্সিলর অশোক সিং ও গৌতম বসুর নামেও নোয়াপাড়া জুড়ে পোস্টার লাগানো হয়েছিল।
আরও পড়ুন- PM CARES: করোনা মোকাবিলায় রাজ্যে দুটি হাসপাতাল তৈরিতে অর্থ বরাদ্দ মোদী সরকারের
তবে সেসবের তোয়াক্কা না করেই বুধবার নোয়াপাড়া বিধানসভার আনন্দমঠ এলাকাতে রক্তদান শিবিরে বিজেপির দলীয় পদ ছেড়ে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই দুই প্রাক্তন কাউন্সিলর। গারুলিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা অশোক সিং ও ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা গৌতম বসু এদিন তৃণমূলে যোগ দেন।