সংক্ষিপ্ত
- তৃণমূল-বিজেপিকে নিশানা সিপিএমের
- দুই দলের দলবদলকে কটাক্ষ
- জনসভা থেকে তৃণমূলকে তোপ সেলিমের
- বিজেপি কী বার্তা দিলেন সিপিএম নেতা
বাংলায় ভোটের আগে দলবদলের হিড়িক। তৃণমূলের মন্ত্রিত্ব পদ ছেড়েও অনেকে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। দুই দলের মধ্যে এই দলবদলের পালাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। এছাড়াও, কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে বিজেপিকে একহাত নেন সিপিএম নেতা। রাজ্য কর্মসংস্থান নিয়ে শাসকদলকেও নিশানা করেন মহম্মদ সেলিম।
আরও পড়ুন-'হারাতে না পারলে সাংসদের জার্সি খুলে ফেলব', রাজীবকে সরাসরি চ্যালেঞ্জ প্রসূণের
রাজ্য ও কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে মঙ্গলবার আরামবাগে সভা করে সিপিএম। কেন্দ্রের কৃষি আইন, রাজ্যের শূন্যপদগুলিতে কর্মসংস্থান, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আরামবাগে একটি বিশাল করে সিপিএম। আরামবাগের কালীপুর থেকে মিছিল শুরু হয়। শেষ হয় বাসুদেবপুর মোড়ে। সেই মিছিলে পা মেলান সিপিএম নেতা মহম্মদ সেলিম সহ নেতা কর্মীরা।
আরও পড়ুন-'এটাতো ট্রেলর, সিনেমা এখনও বাকি', ফের 'পিসি-ভাইপো'কে খোঁচা শুভেন্দুর-রাজীবের
এদিন জনসভা থেকে সেলিম দাবি করেন, ''মানুষ এবার চোর লুটেরাদের বিরুদ্ধে শান্তি ও ঐক্যের জন্য লড়াই করছে। তাই এবার তাঁরা বিজেপি-তৃণমূলকে হারিয়েই ধর্মনিরপেক্ষ বাম-কংগ্রেস জোটকেই ক্ষমতায় আনবেন। যাহা বিজেপি তাহাই তৃণমূল, দুয়ে মিলে বিজেমূল''। একই সঙ্গে বিজেপি-তৃণমূলের দল বদলের হিড়িকে ''কেনারাম-বেচারাম'' বলেও কটাক্ষ করেন সিপিএম নেতা সেলিম।