03:32 PM (IST) Dec 21

স্ত্রীর দলত্যাগে কী বললেন সৌমিত্র

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন স্ত্রী। স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে অস্বস্তিতে সৌমিত্র খাঁ। সাংবাদিকদের সামনে কেঁদে ফেললেন তিনি। সুজাতাকে প্রশ্ন করলেন আমি কি খুূব পাপী।

03:24 PM (IST) Dec 21

তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক সুজাতা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন সজাতা মণ্ডল খান। তিনি বলেন, ''একটা চ্যালেঞ্জ নিলাম। কারণ, বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি। কোনও নিরাপত্তা ছাড়াই নিজের প্রাণ বাজি রেখেছি। কিন্তু, বিজেপি কোনও সম্মান দেয়নি''।

03:10 PM (IST) Dec 21

স্ত্রী সুজাতাকে ডিভোর্সের নোটিস সৌমিত্র খাঁয়ের

তৃণমূলে যোগদানের পরই বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্ত্রীকে সরাসরি ডিভোর্স নোটিস পাঠালেন তিনি। বিধানসভা ভোটের আগে নজিরবিহীন ঘটনা।

01:21 PM (IST) Dec 21

তৃণমূল ভবনে সৌমিত্র খাঁ -র স্ত্রী

তৃণমূল ভবনে সৌমিত্র খাঁ -র স্ত্রী। দীর্ঘদিনের নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। 

12:18 PM (IST) Dec 21

BJP -র ভোট নিয়ে ফের বিস্ফোরক পিকে

ভোট নিয়ে ফের বিস্ফোরক পিকে। একুশের নির্বাচনের ডবল ডিজিট বা দুই অঙ্ক পেরতে প্রচুর কষ্ট করতে হবে। যদি এর থেকে ভাল হয় বিজেপির তাহলে তিনি কাজ ছেড়ে দেবেন। 

Scroll to load tweet…

11:12 AM (IST) Dec 21

আজ রাজ্যপালের সঙ্গে শুভেন্দুর বৈঠক

চিঠি দেওয়ার পর আজ সোমবার রাজ্যপালের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক।

10:36 AM (IST) Dec 21

আজ রাজীবের সঙ্গে ফের বৈঠকে বসবে দল

আজ রাজীবের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসবে তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।

07:40 AM (IST) Dec 21

৩৫৬ ধারা নিয়ে পাল্টা জবাব সৌগতর

শাহ সফরের পর পাল্টা জবাব দিলেন সৌগত। মূলত অমিত শাহ বলেন, বাংলায় ৩৫৬ ধারা জারি হবে না বাংলায়। কিন্তু সৌগত রায় বলেন, ৩৫৬ ধারা জারি হলেও জিতবে তৃণমূল। এহেন মন্তব্যে, নির্বাচনে নিজেদের বিপদ যে নিজেরাই ডাকছে তৃণমূল, চাপান উতোর রাজনৈতিক মহলে।