03:38 PM (IST) Feb 12
বামেদের বনধ সমর্থন করলেও রায়গঞ্জে দেখা গেল না জোটসঙ্গী কংগ্রেসকে

সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে সমর্থন করলেও রায়গঞ্জ পথে নামতে দেখা গেলনা নির্বাচনের জোটসঙ্গী কংগ্রেসকে।

02:50 PM (IST) Feb 12
'আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারবে না তৃণমূলে' তোপ কৈলাশের

'আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারবে না তৃণমূলে', দীনেশ ত্রিবেদি দল ছাড়তেই তোপ কৈলাশের

02:11 PM (IST) Feb 12
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী

   দল ও পদ একইসঙ্গে দুই ছাড়লেন দীনেশ ত্রিবেদী। আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ।  

01:20 PM (IST) Feb 12
এন্টালিতে বামেদের মিছিলের জেরে অশান্তি

এন্টালিতে  বামেদের মিছিলের জেরে অশান্তি। জোর করে নামিয়ে দেওয়া হয়েছে দোকানের শাটার।

12:17 PM (IST) Feb 12
বনধেও নবান্নে হাজিরা স্বাভাবিক


 বামেদের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ ঘোষণা করেছে বাম যুব ছাত্র সংগঠন।  তবে শুক্রবার বনধের দিন সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যমূলক, সাফ জানিয়েছে নবান্ন। অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার সকল সরকারি কর্মচারিদের কাজে যোগ দিতেই হবে না হলে একদিনের বেতন কাটা যাবে।এরপরেই শুক্রবার বনধকে বুড়ো আঙুল দেখিয়ে নবান্নে হাজিরা স্বাভাবিক।

11:24 AM (IST) Feb 12
অবরোধ তুলতে যেতেই পুলিশকে মিষ্টি মুখ চূচূড়ায়

অবরোধ তুলতে যেতেই পুলিশকে মিষ্টি মুখ চূচূড়ায়।তবে শুধু বনধ সফলে মিষ্টিমুখই নয়,  কোথাও আবার গোলাপ দেওয়া হয়েছে। 
 

11:24 AM (IST) Feb 12
পুলিশকে তৃণমূলের পতাকা উপহার দিল বনধ সমর্থনকারীরা

পুলিশকে তৃণমূলের পতাকা উপহার দিল  বনধ সমর্থনকারীরা, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে 

09:53 AM (IST) Feb 12
বারাসাত রেলগেট অবরোধ করল বাম-কংগ্রেস সমর্থকরা

বারাসাত ১১ নম্বর রেলগেট অবরোধ করল বাম-কংগ্রেস সমর্থকরা

09:35 AM (IST) Feb 12
কৃষ্ণনগরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ

কৃষ্ণনগরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। নবদ্বীপের দীর্ঘক্ষণ বন্ধ ফেরি চলাচল

09:30 AM (IST) Feb 12
যাদবপুর-ডোমজুড়-কাঁচড়াপাড়াল রেল অবরোধ

শুক্রবার বাংলা বনধের জেরে ব্যহত রেল পরিষেবা। উল্লেখ্য, বামেদের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ ঘোষণা করেছে বাম যুব ছাত্র সংগঠন। যাদবপুর-ডোমজুড়-কাঁচড়াপাড়াল রেল অবরোধ।

08:54 AM (IST) Feb 12
বনধের জেরে ব্যহত রেল পরিষেবা

বনধের জেরে ব্যহত রেল পরিষেবা। শিয়ালদহের সব শাখায় বন্ধ ট্রেন। তবে এখনও অবধি স্বাভাবিক রয়েছে হাওয়া স্টেশন।

08:03 AM (IST) Feb 12
আজ বাংলা বনধে জেলায় প্রভাব সর্বত্র

বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র। দুএকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবা বন্ধ। খোলেনি দোকানপাট বা হাট বাজার।