সংক্ষিপ্ত
- 'টাকা নেওয়ার কথা বলে মানুষকে অপমান করছেন দিদি'
- বাংলায় শিল্প ক্ষেত্রগুলোতে একে একে তালা পড়েছে '
- 'কাটমানি, তোলাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট থাকবে না'
- 'বাংলায় ডবল ইঞ্জিন সরকার থাকবে' বার্তা মোদীর
'কয়লা ধুলেও ময়লা যাবে না' এদিন হাওড়ায় সভা থেকে ফের মমতার সরকারকে নাম না করে নিশানা করলেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্য জুড়ে চলছে সকাল থেকে তৃতীয় দফার ভোট। এদিকে কোচবিহারের সভা সেরে এদিন দুপুরে হাওড়ার সভাতে এসেও ম্য়াজিক্যাল মোমেন্ট তৈরি করলেন মোদী।
আরও পড়ুন, মোদির ছবি বিকৃত করায় তোলপাড় মুর্শিদাবাদ, কাঠগড়ায় তৃণমূল
এদিন মোদী বলেছেন,'টাকা নেওয়ার কথা বলে বাংলার মানুষকে অপমান করছেন দিদি।' এরপরেই দর্শকের উদ্দেশ্য প্রশ্ন করেন মোদী,' আপনারাই বলুন আপনার টাকা নিয়েছেন কি', ওপাশে উত্তর আশে এক সমুদ্র 'না'। এরপরেই ফের গর্জে উঠে মোদী বলেন,' বাংলার মানুষই এই অপমানের জবাব দেবে।দেশে শিল্পের চাহিদা বেড়েছে ।কিন্তু বাংলায় শিল্প ক্ষেত্রগুলিতে তালা পড়েছে। কাটমানি, তোলাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট এসব আর থাকবে না। দিদির প্রতারণার জবাব দেবে বাংলা। নন্দীগ্রামের সঙ্গেও অন্যায় করেছেন দিদি। সেই অন্যায়েরও জবাব দেবেন নন্দীগ্রামের মানুষ।' তিনি আরও বলেন,' ২ মের পর বাংলায় ডবল ইঞ্জিন সরকার থাকবে। বাংলায় আসবে আসল পরিবর্তন।'
আরও পড়ুন, সকাল থেকেই ছাপ্পা ভোটে অভিযুক্ত তৃণমূল, '১০০ টা FIR করেছি' বললেন মমতা
অপরদিকে এদিন মোদী বলেছেন,' আজ আমি হাওড়ার এই মাটিতে উপস্থিত হয়েছি, যেদিন বিজেপির স্থাপনা দিবস। এই মাটিতেই জন্ম হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। যিনি বলতেন, রাজনীতি করা মানুষকে শাসন করার জন্য নয়, মানুষের স্বপ্ন পূরণের জন্য। মোদী মমতাকে ভাষা নিয়ে বহিরাগত ইস্যুকে যুক্তি দিয়ে ভেঙে দৃঢ় কন্ঠে বলেছেন,' আমি যখন যেখানে যাই সেখানকার ভাষায় কথা বলার চেষ্টা করি। এর অর্থ এই নয় যে সকল ভাষায় আমার দক্ষতা আছে। আসলে আমি সকল ভাষাকে এই ভাবে শ্রদ্ধা জানাতে চাই।'