সংক্ষিপ্ত

  • মোদির ছবি বিকৃত করার ঘটনায় মুর্শিদাবাদ জুড়ে তোলপাড়
  • মাটি, গোবর লেপে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 
  • 'কমিশন কে বিস্তারিত ভাবে জানাব',বলেন বিজেপি নেতা 
  • যদিও এই অভিযোগ উড়িয়েছে তৃণমূলের জেলা সভাপতি 


অপ্রত্যাশিত কান্ড ভিড়ে তোলপাড় হয়ে উঠেছে মঙ্গলবার মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাবরণ। খোদ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর পোষ্টারে মাটি, গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনা নজরে আসতেই এদিন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ।

আরও পড়ুন, সকাল থেকেই ছাপ্পা ভোটে অভিযুক্ত তৃণমূল, '১০০ টা FIR করেছি' বললেন মমতা  

 


প্রসঙ্গত, ২১ মার্চ বাঁকুড়ায় এসে মোদী অভিযোগ এনে বলেছিলেন, 'দিদির লোকজন দেওয়ালে আমাকে নিয়ে বিকৃত ছবি আঁকছে।  ঐতিহ্যের অপমান কেন করছো দিদি' বলে  প্রশ্ন তুলেছিলেন মোদী। এদিকে একমাস না পেরোতেই ভোটের মাঝে ফের নিজেদের নাম জড়াল তৃণমূল। এবার ঘটনাটি ঘটে সীমান্তবর্তী সাকুড়িয়া এলাকায়। এই ঘটনার জেরে দলীয় ভাবে বিজেপির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায় ।ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ । স্থানীয় সুত্রে জানা গিয়েছে , অসন্ন বিধান সভা নির্বাচন উপলক্ষ্যে মুর্শিদাবাদের বিভিন্ন  এলাকায় দলীয় প্রতিক সহ নরেন্দ্র মোদীর পোষ্টার লাগান হয়েছে । কিন্তু  সমস্ত কিছুকে টপকে গিয়ে সাকুড়িয়া এলাকার একাধিক জায়গাতে দলীয় প্রতিক তো বটেই দেশের প্রধান মন্ত্রীর ছবি কে বিকৃত করে গোবর লেপে দেওয়া হয়ে।এই খবর ছড়িয়ে পড়তেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এই ব্যাপারে বিজেপির স্থানীয় মন্ডল কমিটির সভাপতি  হাবল চন্দ্র মন্ডল বলেন , ' তৃণমূল প্রার্থী কানাই চন্দ্র মন্ডল মিটিং করে যাওয়ার পরেই এই ঘটনা ঘটেছে । তৃণমূলের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি ,এর পর আমরা নির্বাচন কমিশন কে বিস্তারিত ভাবে জানাব।' 
 

আরও পড়ুন, ' বাংলায় ভাইপো সার্ভিস ট্যাক্স চালু করেছেন দিদি ', কোচবিহারে বিস্ফোরক মোদী 

 

 
 এদিকে এই কুৎসিত ঘটনায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান দাবি করে বলেন , 'এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই । আসলে এলকায় উত্তেজনা ছড়াতে বিজেপি নিজেই ওই কাজ করে এখন সাফাই গাইছে । তবে এই ঘটনার আমরা নিন্দা করছি ।'