সংক্ষিপ্ত
- করোনার কোপে এবার বলি তৃণমূলের প্রার্থী কাজল সিংহ
- খড়দহের তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি
- এই নিয়ে রাজ্যে তিন প্রার্থীর মৃত্যু
- ভয়ানক পরিস্থিতি বাংলায়
মিছিল মিটিং-এর ভয়ানক ফল, বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মিটিং মিছিল করে রমরমিয়ে চলেছে ভোটের প্রচার। এমন পরিস্থিতিতে রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা ১৪ হাজার পার করেছে। নির্বাচন কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রকমের জমায়েত করা যাবে না। কোনও রকমের জনসভাও করা যাবে না।
আরও পড়ুন- সাড়ে চার বছর ধরে আইসিইউ-তেই বাস রাজশ্রী-র, অথচ এখন সে কোভিড আক্রান্ত, কাঠগড়ায় সিএমআরআই
তবে ততদিনে রাজ্যের ছবিটা বেশ খানিকটা গিয়েছিল পাল্টে। সেই দিকে লক্ষ রেখেই বর্তমানে যে ছবি উঠে এসেছে, তা রীতিমত ভয়ানক পরিস্থিতি পৌঁছে গিয়েছে। এমনই সময় সামনে এলো আরও এক প্রার্থীর মৃত্যু সংবাদ। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন খড়দহের তৃণমূলের প্রার্থী কাজল সিংহ।
ভোটের দিনই করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী টুইট করে জানান, অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। বেলেঘাটায় রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই নিয়ে এলাকাতে শোকের ছায়া।