সংক্ষিপ্ত

  • মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দল বদল
  • দাদার অনুগামীদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ
  • প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা
  • আতঙ্ক ছড়িয়েছে দাদার অনুগামীদের মধ্যে

জল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। দল বদলের পর প্রথম সভা থেকে তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেছেন তিনি। এই অবস্থায় জেলায় জেলায় আশঙ্কা ভুগছেন দাদার অনুগামীরা। মুর্শিদাবাদে দাদার অনুগামীদের কার্যত হুমকি দিলেন এক তৃণমূল নেতা।

আরও পড়ুন-ভাঙড়ে বিধ্বংসী আগুন লেগে শিশু শ্রমিক সহ মৃত ৩, নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ফিরহাদের

মুর্শিদাবাদের রানিনগরে প্রকাশ্য জনসভায় দাদার অনুগামীদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ওই তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সৌমিক হোসেন প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, "দাদার অনুগামীরা সাবধান, দাদা চলে গিয়েছে অনুগামীদের লিস্ট তৈরি হচ্ছে।

আরও পড়ুন-মেদিনীপুরের সভা থেকে ফেরার পথে হামলা, দাদার অনুগামীদের গাড়ি ভাঙচুর,জখম ১৫

ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শুভেন্দুর অনুগামীদের মধ্যে। তৃণমূল নেতার হুমকির তীব্র সমালোচনা করেছেন অনেকেই। মুর্শিদাবাদের পর্যবেক্ষক হিসেহে ওই জেলায় দীর্ঘদিন কাজ করেছেন শুভেন্দু। স্বাভাবিকভাবেই সেখানে তাঁর অনুগামীর সংখ্যাটা থাকা কম নয়। তৃণমূল নেতার হুমকির জেরে দিশেহারা দাদার অনুগামীরা।