সংক্ষিপ্ত
- 'ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক'
- ' কেন্দ্রের হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করব না'
- কেন্দ্র আইপিএস ক্যাডার বিধি ১৯৫৪র অপব্যাবহার করছে'
- তৃণমূল ভবনে বিস্ফোরক মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়
'দুটো থেকে ১০ টা বিধায়ক চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না', শুভেন্দু অধিকারী বিদায় নিতেই তৃণমূল ভবনে সাংবাদিকদের জানালেন বিস্ফোরক মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়। উল্লেখ্য, আইপিএস ক্যাডার বিধি ১৯৫৪র অপব্যাবহার করছে কেন্দ্র'-এও বলেন তিনি।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'দুটো থেকে ১০ টা বিধায়ক চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না। দলের হাজার হাজার কর্মী আছে, লক্ষ লক্ষ অনুগামী আছে। আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সভায় লক্ষ লক্ষ লোকের ভিড়। আমাদের দল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে চলে। এত বড় দল , আমি বা অন্য কেউ যদি না থাকি, তাহলে প্রভাব পড়বে না।' তিনি আরও বলেন, রাজ্যের আপত্তি থাকা সত্বেও পশ্চিমবঙ্গের ৩ আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনের অর্ডার পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকার ক্ষমতার ও আইপিএস ক্যাডার বিধি ১৯৫৪ এর অপব্যাবহার করছে। এর মাধ্যমে পুলিশ অফিসারের মনবল ভেঙে দিতে চাইছে কেন্দ্র।'
অপরদিকে সুব্রত মুখোপাধ্যায় বলেন, 'রাজ্য়ের ব্যাপারে কেন্দ্রের এই হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। পশ্চিমবঙ্গ বিস্তারবাদী ও অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নত করবে না। রাজ্যের ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ আমরা কোনওভাবেই বরদাস্ত করব না। ওরা যদি চায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় করুক। যদি ওদের ক্ষমতা থাকে, ওরা করে দেখাক।'