সংক্ষিপ্ত
- রাজ্য পুলিশে একাধিক রদবদল হয়েছে
- পুরোনো পদ ফেরানো হয়েছে বিবেক সহায়কে
- ৩ আইপিএসকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছে
- মুখ্যমন্ত্রী পদে মমতার শপথ গ্রহণ করার পরই রদবদল
রাজ্য পুলিশে একাধিক রদবদল হয়েছে। মমতার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরই পুরোনো পদ ফেরানো হয়েছে বিবেক সহায়কে। তবে ৩ আইপিএসকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছে।
আরও পড়ুন, বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়করা, আজ রয়েছেন রাজ-জুন মালিয়া সহ ১২ তারকা
তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরই মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, গত তিন মাস আইনশৃঙ্খল ব্যবস্থা কমিশনের হাতে ছিল। তবে এবার রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। এরপরেই রাজ্য পুলিশে একাধিক রদবদল ঘটে। একাধিক স্থানে এসপি এবং আইপিএস বদল হয়েছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। নন্দীগ্রামের বিরুলিয়ার ভোট প্রচারে গিয়েই পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। এরপরেই মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এদিকে সেই ঘটনার পরই মুখ্যসচিব এবং সিইও-র কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। এই ঘটনার পরেই মুখ্যসচিব এবং সিইও-র কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। এরপর রাজ্যে ২ বিশেষ পর্যবেক্ষকের থেকেও রিপোর্ট নিয়েছে কমিশন। তারপরেই রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে মমতার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরই পুরোনো পদে ফেরানো হয়েছে বিবেককে।
আরও পড়ুন, রাজ্যে মন্ত্রী তালিকায় কে কে পাচ্ছেন ঠাঁই, মমতার শপথ নিতেই মন্ত্রিত্ব নিয়ে জোর টক্কর
অপরদিকে, মেদিনীরপুরের পুলিশ সুপার সুনীল কুমার যাদবকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। ব্যারাকপুরের সিপি হয়েছেন মনোজ শর্মা। চন্দননগর ডিআইজি হিসেবে দায়িত্বে থাকবেন অর্ণব ঘোষ। গৌরব শর্মাকে আসানসোল-দুর্গাপুরের সিপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার দেবশিস ধর-কে কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। আগের মতোই এখন আবারও কে কান্নান কোচবিহারের পুলিশ সুপার হয়েছেন। বারাসাত রেঞ্জ-র ডিআইজি মুকেশকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এছাড়াও আরও একাধিক রাজ্য পুলিশে রদবদল হয়েছে।