শুক্রবার রাতে মানিকচকে একদল দুষ্কৃতি হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর। দুষ্কৃতিরা সংযুক্ত মোর্চা এবং বিজেপি-র লোক বলে দাবি করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। ভোটের আগে মানিকচকে বিধানসভায় কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- রাজ্য়ে আংশিক লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিরোধীরাও, কোভিডে গণনাকেন্দ্রে কড়া কমিশন
Election Live Update- রাজ্য়ে আংশিক লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিরোধীরাও, কোভিডে গণনাকেন্দ্রে কড়া কমিশন
কোভিড পরিস্থিতিতে ভয়াবহ অবস্থার জেরে রাজ্যে আংশিক লকডাউন শুরু। ইতিমধ্যেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন মুখ্য সচিব। এদিকে আবার রাত পেরোলেই ২ মে রবিবার ভোটগণনা হবে। কিন্তু এবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর কোনও শোভা যাত্রা বা বিজয়মিছিল করা চলবে না। সরকারি নির্দেশিকা অমান্য করলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে সরাকারের তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিজ্ঞপ্তির কোনওরকম অন্যথা হলে ২০০৫ সালের ডিস্ট্রিক্ট্র ম্যাজিস্ট্রেট আইনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে গণনা নিয়েচিন্তায় নির্বাচন কমিশন। একদিকে যেমন গণনাকেন্দ্রে করোনা বিধি মেনে চলতে হবে। কোভিড পরীক্ষা করিয়ে সেখানে প্রবেশ করতে হবে। পাশপাশি নিরাপত্তা বলয়ও রাখতে হবে নিশ্চিদ্র। এই দুটি বিষয়কেই প্রাধান্য দিয়েই গণমা কেন্দ্রের প্ল্যান তৈরি হয়েছে।
- FB
- TW
- Linkdin
নির্বাচনের ফলাফল ঘোষানার আগের দিন বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ছুঁড়ল দুষ্কৃতিরা৷শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁচারাপাড়া পুরসভার ২৪নং ওয়ার্ড হালিশহর চিত্তরঞ্জন কলোনি পাইপ লাইন এলাকায়৷অভিযোগ গতকাল গভীর রাতে বিজেপি কর্মী সৌম্যদিপ দত্তর বাড়ির সামনে রাস্তায় বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা৷বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷সৌম্যদিপের অভিযোগ,এলাকায় সন্ত্রাস করতে তৃণমূলের দুষ্কৃতিরা বোম মেরেছে৷
ভোটের ফল প্রকাশের আগেই রাজভবনে মিঠুন
কয়লা কেলেঙ্কারিতে এবার IPS জ্ঞানবন্ত সিংকে তলব করল CBI
ইট বোঝাই দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা নদীয়ার তেহট্টর এস.ডি.ওর গাড়ি । গুরুতরভাবে জখম এসডিওর চালকসহ পরিবারের চারজন
বিধান নগর কলেজে আগামীকাল তিনটি বিধান সভা কেন্দ্রের ভোট গণনা।রাজারহাট গোপাল পুর, রাজারহাট নিউটাউন ও বিধান নগর বিধকনসভা কেন্দ্র।তার আগে জোর কদমে চলছে শেষ পর্বের প্রস্তুতির কাজ।গেটের বাইরে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেন্টেন হয় তার জন্য কাটা হচ্ছে গোল দাগ।ভিতরে সেন্ট্রাল ফোর্স তাদের দায়িত্ব বুঝে নিচ্ছে।ঘুরে দেখছে কলেজের ভিতরের কোথায় কি আছে।সব মিলিয়ে জোর কদমে চলছে শেষ পর্বের প্রস্তুতির কাজ।
রাত পেরোলেই ফলপ্রকাশ। এদিকে বোমা বাঁধতে গিয়ে দুটো হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে ইলামবাজারের ছোটচক গ্রামে। এদিন বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে হাফিজুল শেখ (৩৯) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
সোনারপুরে প্রচুর বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। ২রা মে ভোটের ফল ঘোষণার পরই এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য প্রচুর বোমা মোতায়েন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
আগামিকাল, ২ মে রবিবার রাজ্য বিধানসভার ভোট গণনা। ২৩টি জেলার ২৯২টি আসনের ১০৮টি কেন্দ্রে হবে ভোট গণনা। কোভিডের কারণেই গণনা কেন্দ্রের সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে। গতবার, ২০১৬ বিধানসভা নির্বাচনে যেখানে গণনাকেন্দ্র ছিল মোট ১০৮টি।
অক্সিজেন প্ল্যান্ট তৈরিতে উদ্যোগী অধীর-জেলাশাসকে চিঠি
আংশিক লকডাউন নিয়ে সাধারণ মানুষকে পুরোপুরি সহযোগিতা করা উচিত যাতে আমাদের আরো কঠিন পরিস্থিতির মধ্যে না যেতে হয়। ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কোভিড বিধি নিয়ে গণনাকেন্দ্রে আরও কড়া কমিশন। একদিকে যেমন গণনাকেন্দ্রে করোনা বিধি মেনে চলতে হবে। কোভিড পরীক্ষা করিয়ে সেখানে প্রবেশ করতে হবে। পাশপাশি নিরাপত্তা বলয়ও রাখতে হবে নিশ্চিদ্র। এই দুটি বিষয়কেই প্রাধান্য দিয়েই গণমা কেন্দ্রের প্ল্যান তৈরি হয়েছে।
নদিয়ার চাপড়ায় BJP-র ৩ এজেন্টের করোনা পজিটিভ রিপোর্ট এল আজ
তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ । গণনা কেন্দ্রে প্রবেশ করতে রেপিড টেস্ট করাতে এসে উত্তেজনা
গণনা কেন্দ্রে প্রবেশ করতে প্রয়োজন নেগেটিভ রিপোর্ট । তাই করোনা বিধি শিকেয় তুলে হাওড়ায় চলছে রেপিড টেস্ট ।
ভোট পরবর্তী হিংসায় বীরভূমের ইলামবাজারে বোমা বাঁধতে গিয়ে নিহত ১। গতকাল ভোট শেষে নানুরে রাতভর চলে বোমাবাজি।
রোজ ভ্যালি মামলায় ৩০৪ কোটি টাকার সম্পত্তির দখল নিল ED
দীর্ঘ আট দফা ভোটের পালা শেষ। ২৭ মার্চ হয়েছিল প্রথম দফা, আর ২৯ এপ্রিল হল শেষ দফা। এবার ফল ঘোষণার পালা। আগামী ২ মে, রবিবার হবে ভোট গণনা। কোভিডের কারণে এবার বিজয় মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গণনা কেন্দ্রেও থাকছে কড়া কোভিড বিধি।
ভ্যাকসিন কিনতে চেয়ে মোদী সরকারকে চিঠি রাজ্য়ের