সংক্ষিপ্ত

  • ১০ ফুট লম্বা পাইথন উদ্ধার
  • দেখা মিলল ঝাড়গ্রামের সাঁকরাইলে
  • নয়ানজুলি থেকে উদ্ধার করা হয়
  • বনদফতরের আধিকারিকরা উদ্ধার করে

বিশাল আকারের পাইথন উদ্ধার হল ঝাড়গ্রাম জেলায়। রাস্তার পাশে নয়ানজুলিতে পাইথনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পাইথনটিকে দেখতে ভিড় জমাতে থাকেন গ্রামের মানুষ।

 

 

১০ ফুট লম্বা পাইথনটিকে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা গ্রামপঞ্চায়েতের প্রতাপপুরে পাওয়া গিয়েছে। সকালে প্রাতভ্রমণে বেরিয়ে নয়ানজুলিতে এটিকে দেখতে পান স্থানীয়রা। আতঙ্ক তৈরি হয় গ্রামজুড়ে।

দেখুন ভিডিও: ক্রমেই দূষণ বাড়ছে, প্রেমের সৌধে তাই এবার এয়ার পিউরিফায়ার, দেখুন ভিডিও

দেখুন ভিডিও: তুষারপাত শুরু হিমাচলে, বরফে ঢেকেছে লাহুল ও স্পিতি, দেখুন নৈসর্গিক সৌন্দর্য্য

দেখুন ভিডিও: জয়রামবাটির মায়ের ভিটেতে জগদ্ধাত্রী আরাধনা, দেখুন ভিডিও

পাইথনটিকে দেখতে নয়ানজুলির সামনে ভিড় জমতে থাকে সকাল থেকেই। খবর পেয়েই সাপটিকে উদ্ধারে ময়দানে নামে বনদফতর। ১০ ফুটের পাইথনটিকে উদ্ধার করা হয়। 

দেখুন ভিডিও: ম্যাঙ্গলোরে নোঙর করল এইডঅ্যাভিটা, আপনিও চাক্ষুষ করুন এই বিলাসবহুল জাহাজটিকে


আপাতত বনদফতরের তত্ত্বাবধানে রয়েছে এই বিশালাকার পাইথনটি। তবে  খুব শীঘ্রই এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।