সংক্ষিপ্ত

ভাইফোঁটা উপলক্ষ্যে এবার পূর্ণ দিবস ছুটির ঘোষণা করল রাজ্য। অর্থাৎ ২৭ অক্টোবর গোটা দিন ছুটি পাচ্ছে সরকারি কর্মীরা। পুজো, কালীপুজো, ভাইফোঁটা সব মিলিয়ে এবছর ছুটির তালিকা আগের থেকে অনেকটাই বেড়েছে। 
 

ভাইফোঁটার ছুটির বিজ্ঞপ্তিতে সামান্য পরিবর্তন আনল নবান্ন। নবান্নের তরফ থেকে ২০২১ সালের ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিছু বিশেষ পরিবর্তন ঘটাল নবান্ন। ভাইফোঁটা উপলক্ষ্যে এবার পূর্ণ দিবস ছুটির ঘোষণা করল রাজ্য। অর্থাৎ ২৭ অক্টোবর গোটা দিন ছুটি পাচ্ছে সরকারি কর্মীরা। পুজো, কালীপুজো, ভাইফোঁটা সব মিলিয়ে এবছর ছুটির তালিকা আগের থেকে অনেকটাই বেড়েছে। 

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পুজো উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটি পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। অর্থাৎ সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ থেকে টানা অক্টোবর মাসের ১০ তারিখ পর্যন্ত বন্ধ ছিল অফিস কাছারি। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। তারপর আগামী ২৪ ও ২৫ অক্টোবর কালীপুজো উপলক্ষ্যে ফের বন্ধ থাকবে সরকারি দফতর। আবার ২৭ অক্টোবর ভাঁইফোটার জন্য ফের ছুটি পাবেন সরকারি কর্মীরা। উৎসবের মরশুমে সব মিলিয়ে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে সরকারি অফিস।

আরও পড়ুন - 

 

সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় স্বস্তি মানিকের, তবে আপাতত ইডি-র হেফাজত থেকে মুক্তি নেই

টেট দুর্নীতি মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল নয়, কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

'পঞ্চায়েত নির্বাচনে কেউ আর মুখ ঢেকে সন্ত্রাস চালাতে পারবে না', অনুব্রতর গড়ে মমতাকে নিশানা সেলিমের