সংক্ষিপ্ত

টেট দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা কলকাতা হাইকোর্টের। আপাতত চাকরি বাতিল নয় ২৬৯ জন শিক্ষকের। অন্যদিকে মানিক ভট্টাচার্যের অপসারণের ওপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


টেট মামলায় কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেই রায়ই বহাল রেখেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত ২ সেপ্টেম্হর বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল আদালতের নজরদারিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। পাশাপাশি ২৬৯ জনের চাকরি বাতিল করা হয়ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের পুনর্বহাল করা যাবে না বলেও ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল। 

কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অনেকে। মঙ্গলবার সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের রায়ের ওুর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তে কোনও বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। তবে সিবিআইকে তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্যদের চেয়ারম্যানের পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল তাও ঠিক ছিল না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের সমালোচনাও করেছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেবে ও পারিবারিক আয়ের হিসেবও হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এই রায়ের ওপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

এদিন সুপ্রিম কোর্ট টেট দুর্নীতি সম্পর্কিত যে যে রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ দিয়েছিল সেগুলির অধিকাংশের ওপরেও স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  বেঞ্চের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। 
সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় স্বস্তি মানিকের, তবে আপাতত ইডি-র হেফাজত থেকে মুক্তি নেই

'সৌরভের সঙ্গে অন্যায় হয়েছে, তাঁকে আইসিসিতে পাঠান হোক', দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অমিত শাহকে নিশানা মমতার

সুপ্রিম কোর্টে সিবিআই মামলায় স্বস্তি মানিকের, তবে আপাতত ইডি-র হেফাজত থেকে মুক্তি নেই
গত ১০ অক্টোবর মানিক ভট্টচার্যকে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকে ইডির হেফাজতে রয়েছেন তিনি। এই এবস্থায় ইডির গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সোমবার প্রথম সেই মামলার শুনানি হয়। এদিন ছিল দ্বিতীয় দিনের শুনানি। এই অবস্থায় মানিক ভট্টাচার্যের অভিযোগ ছিল তাঁকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে। সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। এই অবস্থায় কেন তাঁকে ইডি গ্রেফতার করেছে। তাঁর হয়ে এদিনও আদালতে সওয়াল করেন মুরুক রোহতগি। এর পাশাপাশি তিনি দ্রুত এই মামলার শুনানিও চান বলে জানিয়েছেন। কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেচে আগামী সপ্তাহের শুরুতে। ততদিন পর্যন্ত ইডির হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে।