সংক্ষিপ্ত

যার মুখের বুলি এখনও স্পষ্টভাবে ফোটেনি, ৩ বছরের সেই ছোট্ট অভিলাশা আখুলীর হাতে দু-দুটো বিশ্ব রেকর্ড। বাঙালিকে বিশ্বের মঞ্চে গৌরবান্বিত করল বাঁকুড়ার খুদে বিশ্বজয়ী। 

বিশ্ব রেকর্ড তৈরিতে বাঙালি বরাবরই কর্তৃত্ব ফলিয়ে এসেছে। নোবেল জয় থেকে খেলার ময়দান, কোনও মঞ্চেই পিছিয়ে নেই বাংলার গুণীজনেরা। ২০২২ সালে ভারতীয়রা যেমন দাপিয়ে বেরিয়েছেন অলিম্পিক্সের ময়দান, তেমনই অগুন্তি ইংরেজি শব্দ ঠোঁটস্থ করে নিয়ে আন্তর্জাতিক ময়দানে ভারতকে আরও এক ধাপ এগিয়ে দিল ৩ বছরের ছোট্ট বাঙালি মেয়ে অভিলাশা। 

মুখের বুলি এখনও খুব একটা স্পষ্ট হয়নি তার, তবুও মাত্র ৩ বছর ৮ মাস বয়সেই তার হাতে চলে এল দু-দুটো বিশ্বরেকর্ড। ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তুলল বাঁকুড়ার ছোট্ট অভিলাশা আখুলী। 

তার বয়সকে ছাপিয়ে গিয়েছে অভাবনীয় প্রতিভা, সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছে ছোট মেয়েটি। বিবেকানন্দ মিশন স্কুলের এই ছাত্রী তিন বছর বয়সেই গড়ে ফেলল বিশ্বরেকর্ড। মাত্র ২৪ সেকেন্ডে ২৬ টি ন্যাটো ফোনেটিক্স বর্ণমালার আলফা থেকে জুলু পর্যন্ত দ্রুততম উত্তর দিয়ে প্রথম বিশ্ব রেকর্ডটি অর্জন করেছে অভিলাশা আখুলী। দ্বিতীয় রেকর্ডটি সে তৈরি করেছে মাত্র ৫ মিনিট ৫১ সেকেন্ডে ইংরেজি ভাষায় ৬২টি প্রাণীর শাবকদের নাম, তাদের দ্বারা তৈরি শব্দ এবং তাদের বাসস্থানের নাম একনাগাড়ে মুখস্থ বলে।  আন্তর্জাতিক বুক অফ রেকর্ডসের জন্য একটি নতুন বেঞ্চমার্ক সেট করল অভিলাশা।


 

বিশ্বজয়ী অভিলাশার বাবা বিশ্বরূপ আখুলী পেশায় সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী। বর্তমানে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে কর্মরত। কাজের সূত্রে পরিবার নিয়ে তিনি থাকেন কলকাতায়। মা মৌসুমী আখুলী গৃহকর্ত্রী, তিনিই অভিলাশার বিশ্ব রেকর্ড তৈরির অনুপ্রেরণা এবং শিক্ষিকা।
 
ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে রেকর্ড সৃষ্টিকারী বহু ছোট ছোট শিশুদের কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে অভিলাশার বাবা-মা তাঁদের মেয়ের বিশেষ গুনটির দিকে আলককপাত করেন। তাঁদের ছোট্ট মেয়ের কৃতিত্বকে তুলে ধরার জন্য তাঁরা ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে অনলাইনে আবেদন করেন। গত জুলাই মাসে এই খুদে প্রতিভার নাম রেকর্ড হিসেবে রেজিস্টার্ড হয় ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে। পরে তাঁদের বাড়ির ঠিকানায় পৌঁছয়  অভিলাশা আখুলীর শংসাপত্র ও মেডেল। মেয়ের অত্যাশ্চর্য কৃতিত্বে স্বাভাবিকভাবেই খুশি তার বাবা-মা, পরিবার-সহ এলাকার সমস্ত মানুষজন।



শব্দ মুখস্থ করার পাশাপাশি অভিলাশা নৃত্যশিল্পেও সমান পারদর্শী। পরিবার সূত্রে জানা গিয়েছে, কেবল নিজের উন্নতিই নয়, স্কুলের বন্ধুদের অনুপ্রেরণা দিতেও সে পিছপা হয় না। ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তোলার জন্য নিজের বন্ধুদেরও উৎসাহ দিয়ে থাকে ৩ বছরের ছোট্ট রেকর্ডজয়ী।


আরও পড়ুন
ফাইবারগ্লাসের প্রতিমা শিল্পীদের মুখে চওড়া হাসি, কোভিড পরিস্থিতি কাটিয়ে এবছরের দুর্গাপুজোয় প্রচুর বরাত
আস্থাভোটে ধরাশায়ী বিজেপি, ঝাড়খণ্ডের বিধানসভায় জয়ী হয়ে যোগ্যতা প্রমাণ করে দিলেন হেমন্ত সোরেন 
‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর ট্রেলারে ঝলক দিচ্ছেন সালমান, কর্মজীবনের ৩৪ বছর পূর্তিতে ভক্তদের জন্য অনন্য উপহার