সংক্ষিপ্ত

তৃণমূলের এক যোগদান সভায় হাজির হয়ে বিজেপি ত্যাগ করলেন দাপুটে নেতা তথা গত বিধানসভার প্রার্থী মোহন হালদার। সেইসঙ্গে নবগ্রাম ৩ নম্বর মণ্ডল সভাপতি হাবল চন্দ্র মণ্ডলও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। 

মুর্শিদাবাদের (Murshidabad) জোড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনের (Assembly Election) ফলপ্রকাশের পরই আড়ালে গেরুয়া শিবিরের (BJP) মধ্যে দেখা দিয়েছিল চোরাস্রোত। এই স্রোত যে দেখা যাবে তা আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল ওয়াকিবহাল মহল। আর সেই পথেই বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিল নবগ্রামে (Nabagram)। যদিও এই ঘটনায় দমে যেতে নারাজ মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব। তাই শনিবার বিজেপি শিবিরের দাবি, নতুনভাবে 'খেলা' হবে। 

উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সুজিত দাস বলেন, "দল ত্যাগ করে সর্বভারতীয় বিজেপি ছেড়ে কেউ অন্য জায়গায় যেতেই পারেন তার মনের আশা পূরণ করার জন্য। কিন্তু, মনে রাখতে হবে দিল্লি (Delhi) শেষ পর্যন্ত অনেক দূরেই।" তৃণমূলের (TMC) এক যোগদান সভায় হাজির হয়ে বিজেপি ত্যাগ করলেন দাপুটে নেতা তথা গত বিধানসভার প্রার্থী মোহন হালদার। সেইসঙ্গে নবগ্রাম ৩ নম্বর মণ্ডল সভাপতি হাবল চন্দ্র মণ্ডলও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। এছাড়াও তাঁদের হাজার অনুগামী এক সঙ্গে জমায়েত হয়ে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে পাকাপাকিভাবে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ তথা জঙ্গিপুর (Jangipur) সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্ললাহ, সুতির বিধায়ক ইমানী বিশ্বাস। 

আরও পড়ুন- পুজোর মুখেই অ্যাকাউন্টে ঢুকছে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক মালদহে

নবগ্রাম ব্লকের শিবপুর অঞ্চল তৃণমূলের উদ্যোগে এদিন একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল। ওই যোগদান সভাই উপস্থিত হয়ে তৃণমূলে নাম লেখান মোহন হালদার, হাবল চন্দ্র মণ্ডল। এছাড়াও কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকের পাশাপাশি কংগ্রেস ও সিপিএম থেকেও বেশ কিছু মানুষ আজ তৃণমূলের পতাকা নিজেদের হাতে তুলে নেন। কিন্তু, কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করলেন? এ প্রসঙ্গ মোহন হালদার বলেন, "বিজেপির রাজনৈতিক ভাবনা আমার পছন্দ নয়। অন্তত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে আমি স্বয়ং একথা উপলদ্ধি করতে পেরেছি। তখন থেকেই মনস্থির করি বিজেপিতে থাকা যাবে না। তাই মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।"

আরও পড়ুন, By ELection: পুজো দিয়ে চতুর্থীর সকালেই উপনির্বাচনের প্রচারে খড়দহ-র BJP প্রার্থী জয় সাহা

আরও পড়ুন- ২-৩ দিনেই বিদায় নেবে বর্ষা, অষ্টমী থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

তবে শুধুমাত্র মুর্শিদাবাদেই নয়, দলবদলের হিড়িক দেখা গিয়েছে মালদহেও। পুজোর মুখে (Before Puja) অ্যাকাউন্টে ঢুকছে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের (Laxmir Bhandar scheme) টাকা। আর তাতে বেজায় খুশি বহু মানুষ। সেই কারণে আপ্লুত হয়ে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে (TMC) যোগদানের হিড়িক পড়ে গিয়েছে মালদহের চাঁচলে। গত দু'দিনে চাঁচল গ্রাম পঞ্চায়েত এলাকায় এক হাজারের বেশি মানুষ বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। 

YouTube video player