সংক্ষিপ্ত

শনিবার সকালেই উপনির্বাচনের প্রচারে নামলেন খড়দহ-র বিজেপি প্রার্থী জয় সাহা। শুক্রবার নমিনেশন জমা দেওয়ার পর এদিন সকাল থেকেই খড়দহ বিধানসভার এলাকার মানুষের সঙ্গে প্রচার পর্ব শুরু করলেন তিনি। 

 

শনিবার সকালেই (By Election) উপনির্বাচনের প্রচারে নামলেন খড়দহ-র বিজেপি প্রার্থী জয় সাহা।  পুজো (Durga Puja 2021) পেরোলেই ৪ কেন্দ্রে উপনির্বাচন (By Election)। প্রসঙ্গত,  শান্তিপুর, খড়দহ, গোসাবা,দিনহাটা এই চার বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই চুল চেরা বিশ্লেষণ করে প্রার্থী বসিয়েছে বিজেপি। খড়দহে বিজেপির হয়ে ভোটযুদ্ধে লড়ছেন  জয় সাহা (Joy Saha)। 

আরও পড়ুন, বাংলার উপনির্বাচনের প্রচারে ঝড় তুলবেন অসমের মুখ্যমন্ত্রী সহ ২০, কমিশনকে নাম পাঠাল BJP

শুক্রবার নমিনেশন জমা দেওয়ার পর এদিন সকাল থেকেই খড়দহ বিধানসভার এলাকার মানুষের সঙ্গে প্রচার পর্ব শুরু করলেন খড়দহ বিধানসভার বিজেপি প্রার্থী জয় সাহা।   পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড নাটাগড় কালিতলা এলাকার কালী মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু করেন। প্রচারের প্রথমদিনে জয় সাহা বলেন, 'আমি এলাকার মানুষের ঘরের ছেলে। এলাকার উন্নয়নের জন্য মানুষ আমাকে নির্বাচিত করলে আমি মানুষের পাশে থাকব। এবং মানুষের সুবিধা-অসুবিধা একসঙ্গে ভাগ করে নেব।' প্রসঙ্গত, শান্তিপুরে বিজেপির হয়ে ভোটযুদ্ধে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস। গোসাবায় লড়ছেন পলাশ রাণা। দিনহাটায় বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন অশোক মন্ডল শুক্রবারই আসন্ন উপনির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের নামের তালিকা লিখে নির্বাচন কমিশনকে পাঠাল গেরুয়া শিবির।  তালিকার শুরুতেই প্রথম তিনজনের মধ্য়ে নাম রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গত নির্বাচনের মত এবারেও উপনির্বাচনে প্রচার চালাবেন স্মৃতি ইরাণী। তবে বিজেপির প্রচারে আসছে অন্য়তম হেভিওয়েট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন, UP Violence: লখিমপুর ইস্যুতে কংগ্রেসকে তোপ পিকে-র, বাদ যাননি বাঘেলও, কোন পথে কংগ্রেস-তৃণমূল

 শুক্রবারই  উপনির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেন খড়দহ বিজেপির প্রর্থী জয় সাহা। তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। তবে একুশের ভোটের পর ৩ কেন্দ্র ভবানীপুর উপনির্বাচন, জঙ্গিপুর এবং সামসেরগঞ্জের নির্বাচনে বিশাল ব্যবধানে তৃণমূলের কাছে হেরে যাওয়ার পর ৪ কেন্দ্রের বিজেপি প্রার্থীদের উপর বাড়তি  এনে চাপ ফেলেছে। 

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

YouTube video player