সংক্ষিপ্ত

  • আগামী সপ্তাহে ফের রাজ্যে অমিত শাহ
  • শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে তাঁর
  • তাঁর আগে সাজোসাজো রব বোলপুরে
  • নাচের মহড়ায় হাজির অনুপম হাজরা

পুজোর আগে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে আদিবাসী পরিবারে মধ্য়াহ্নভোজ সেরেছিলেন। এবার নতুন বছরের আগে বিধানসভা ভোটের আবহে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ডায়মন্ড হারবারে নাড্ডাকর কনভয়ে হামলা নিয়ে যখন রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছে। সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর রাজনৈতিক মহলে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন-'ভোটের জন্য বাংলায় এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন', শান্তিনিকেতনে গিয়ে কী বললেন কৈলাস

দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম দিন ১৯ ডিসেম্বর কলকাতায় পা দিয়েই চলে যাবেন বনগাঁ লোকসভা কেন্দ্রে। আগামী বিধানসভায় বিজেপির লক্ষ্য মতুয়া ভোট ব্যাঙ্ক। সে কারণে ওই দিন মতুয়া সম্প্রদায়ের জনসংযোগ কর্মসূচিতে শাহ নিয়ে যেতে চায় বিজেপির রাজ্য নেতৃত্ব। তারপরের দিন বীরভূমের শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর। 

আরও পড়ুন-শরদ শিল্পী তেজেন্দ্র নারায়ণের বাড়িতে মোহন ভগবত, তাঁদের সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা রাজনীতিতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০ ডিসেম্বর শান্তিনিকেতনে যেতে পারেন। তার আগে তাঁকে স্বাগত জানাতে জোর তৎপরতা জেলা বিজেপি শিবিরে। শান্তিনিকেতনের সংস্কৃতির কথা মাথায় রেখে বিশেষ আয়োজন করেছে গেরুয়া মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হবে বাউল গান ও সাঁওতালি গানের মাধ্যমে। তারই প্রস্তুতি হিসেবে মহড়া চলছে। সেই মহড়ায় অংশ নিলেন বিজেপির সাধারণ সম্পাদক অনুপম হাজরা। সাঁওতালি গানের তালে মহিলাদের সঙ্গে নৃত্য অনুশীলনে দেখা গেল তাঁকে।