সংক্ষিপ্ত

  • সোনারপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি
  • গুলিবিদ্ধি হয়ে ঘটনাস্থলেই মৃত্যু
  • আগেও হামলা চালান হয়েছিল ব্যবসায়ীর উপর
  • গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে


ফের রাজ্যে দিনে দুপুরে শ্যুট আউট। এবারের ঘটনা সোনারপুরে। গুলিবিদ্ধি হয়ে মৃত্যু হল এক স্থানীয় ব্যবসায়ীর।

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় নারায়ণ বিশ্বাস নামে এক ব্যসায়ীর। খবর পেয়েই ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠান হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে পাততাড়ি গোটাচ্ছে শীত, আগামী ৭২ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি

জানা গেছে, বৃহস্পতিবার সকালে রায়পুরের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে নিজের পুকুরে মাছেদের খাবার দেওয়ার জন্য যাচ্ছিলেন নারায়ণ বিশ্বাস। সেই সময় মুখ ঢাকা অবস্থায় চার দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধি অবস্থায় ওই ব্যবসায়ী মাঠের মধ্যে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

আরও পড়ুন: ৫ বছরে কেজরির সম্পত্তি বেড়েছে ১.৩ কোটি, যদিও গাড়ি নেই দিল্লির কোটিপতি মুখ্যমন্ত্রীর

এর আগেও ব্যবসায়ী নারায়ণ বিশ্বাসের উপর হামলার ঘটনা ঘটেছিল। বছর খানেক আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, জমি  সংক্রান্ত বিবাদের জেরেই ওই ব্যবসায়ীর উপর হামলা চালান হয়েছিল। এদিকে শ্যুট আউটের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।