সংক্ষিপ্ত

সিবিআই তদন্তের দাবি নিয়ে শহরে আয়োজিত হল মহিলাদের প্রতিবাদ মিছিল। এদিন দীর্ঘক্ষণ মহিলাদের এই মিছিল ঝালদা শহর পরিক্রমা করে। যা নিয়েই জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।

পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যায়(Jhalda Congress councilor killed in Purulia) রোজই দেখা যাচ্ছে নতুন। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত ভার নিজেদের হাতে তুলে নিয়ছে সিআইডি। অন্যদিকে হত্যার নেপথ্যে চক্রান্তের অভিযোগে কাঠগড়ায় উঠেছে পুলিশও। এদিকে তপন কান্দুর হত্যা কিছুতেই মেনে নিতে পারছেনা ঝালদা শহরের বাসিন্দারা। দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে আন্দোলন। জোরালো হচ্ছে সিবিআই তদন্তের দাবিও। এদিন এবার সিবিআই তদন্তের দাবি নিয়ে শহরে আয়োজিত হল মহিলাদের প্রতিবাদ মিছিল। এদিন দীর্ঘক্ষণ মহিলাদের এই মিছিল ঝালদা শহর পরিক্রমা করে। যা নিয়েই জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে। 

এদিনের মিছিলে ঝালদা পৌরসভা এলাকার শতাধিক মহিলা পা মেলান বলে জানা যাচ্ছে। মিছিলে  জাস্টিস ফর তপন কান্দুর ছবি হাতে, প্লে কার্ড নিয়ে প্রতিবাদ করেন তারা। মিছিলে অংশগ্রহণকারি গায়ত্ৰী দাস,শ্যামলী চন্দ্ররা জানান ঝালদা পৌরিসভার ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলার খুন হয়েছেন দুষ্কৃতীদের হাতে। কিন্তু  ঘটনার পর দীর্ঘদিন কেটে গেলেও এখনও হয়নি যথাযথ তদন্ত। আর সেকারণেই তাদের আজকের এই প্রতিবাদ মিছিল। তাদের সাফ দাবি গত ১৩ ই মার্চ খুন হওয়ার পর এখনো খুনের কিনারা করতে পারেনি পুলিশ। এই প্রসঙ্গে বলতে গিয়ে মহিলাদের সাফ দাবি, “আমরা সিবিআই তদন্ত চাই। আজ সেই দাবী নিয়েই আমাদের এই প্রতিবাদ মিছিল।” 

আরও পড়ুন- ‘গ্রেফতার করলে দোষী হয় না, আদালতে প্রমান করতে হয়’, অভিষেক ইস্যুতে ফের সরব কুণাল

আরও পড়ুন- আর যেতে হবে না সিনেমা হল, স্মার্টফোনেই চলবে থ্রিডি ভিডিও, নয়া আবিষ্কারে সাড়া ফেলল আইআইটি মাদ্রাজ

যতদিন না CBI তদন্ত শুরু হচ্ছে ও তপন কান্দুর পরিবার সুবিচার পাচ্ছে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানান মিছেলে অংশগ্রহণকারী মহিলারা। ঝালদা শহরের সমস্ত মহিলারা তপন কান্দুর পরিবারের পাশে আছে বলেও মিছিল থেকে আওয়াজ তোলেন মিছিল আয়োজকেরা। গত ১৩ মার্চ সন্ধ্যা নাগাদ ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকে ঝালদা বাগমুন্ডি রাস্তার ওপর গোকুল নগর গ্রামের অদূরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাংলার রাজনৈতিক ময়দানে। ইতিমধ্যেই এই ঘটনায় পুরুলিয়া পুলিশ লাইনে তার সঙ্গে থাকা চার পুলিশ কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে ২ জন কনস্টেবল ও দুজন হোমগার্ড রয়েছেন বলে খবর। পাশাপাশি কঠাগড়ায় উঠেছে ঝালদা থানার সাব ইন্সপেক্টর অনিমা অধিকারীও। নাম জড়িয়েছে ঝালদা থানার আই সি-রও। যা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতর। 

আরও পড়ুন- ‘সেক্স পজিটিভিটি’ নিয়ে সঠিক ধারণাই তৈরি করতে পারে সুস্থ সম্পর্ক, সহজেই দূর করুন যৌনতা নিয়ে জড়তা